ফ্যাক্টচেক ডেস্ক

বিপুল এক প্রাসাদের ছবি প্রচার করে ফেসবুকে দাবি করা হচ্ছে, মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে বসবাসের জন্য প্রাসাদটি দিয়েছেন। গত ৮ ডিসেম্বর (শুক্রবার) ফেরদৌসী আলম নামের এক ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। এতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ৪৩ হাজার রিয়েকশন পড়েছে। এর মধ্যে ৩৩ হাজার রিয়েকশনই লাইক। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। পোস্টটিসহ ফেসবুকে প্রচারিত ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে ও এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ডা. জাকির নায়েককে বসবাসের জন্য দেওয়া হয়েছে দাবি করে প্রচারিত প্রাসাদটি মালয়েশিয়ার পুত্রজায়াতে অবস্থিত। প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান বা দারুল ইহসান প্লেস। ভবনটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতান শারাফউদ্দিন ইদ্রিস শাহের অন্যতম একটি রাজকীয় বাসস্থান। প্রাসাদটি বসবাসের জন্য মালয়েশিয়ার সরকারের ড.জাকির নায়েককে দিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন।
পরবর্তীতে প্রাসাদটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে প্রাসাদটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান। এটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবন। আরেকটি স্টক ফটোর ওয়েবসাইট ফ্লিকারে বাসভবনটি সম্পর্কে আরও তথ্য খুঁজে পাওয়া যায়। এখানে দেওয়া ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটি ২০০০ সালে পুত্রজায়া লেকের পাশে নির্মাণ করা হয়। ধূসর রঙ্গের বিশাল এই প্রাসাদ মালয়েশিয়ার ফেডারেল সরকার সেলাঙ্গর রাজাকে উপহার হিসেবে দেয়। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
এছাড়া ফেসবুকের ভাইরাল পোস্টগুলো খুঁজেও পোস্টের সঙ্গে প্রচারিত তথ্যটির কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।
জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অনুসন্ধানে অনুসন্ধানে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর মালয়েশিয়া চলে যান এবং দেশটির সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। সেই থেকে তিনি মালয়েশিয়াতেই আছেন। তবে দেশটির সরকার জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দিলেও তাঁকে কোনো প্রাসাদ দিয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় আছেন এবং দেশটির সরকার তাঁকে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ডা. জাকির নায়েককে মালয়েশিয়ার সরকার প্রাসাদটি বসবাসের জন্য দিয়েছেন, যা মিথ্যা।

বিপুল এক প্রাসাদের ছবি প্রচার করে ফেসবুকে দাবি করা হচ্ছে, মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে বসবাসের জন্য প্রাসাদটি দিয়েছেন। গত ৮ ডিসেম্বর (শুক্রবার) ফেরদৌসী আলম নামের এক ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট দেওয়া হয়। এতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত ৪৩ হাজার রিয়েকশন পড়েছে। এর মধ্যে ৩৩ হাজার রিয়েকশনই লাইক। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। পোস্টটিসহ ফেসবুকে প্রচারিত ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এখানে ও এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ডা. জাকির নায়েককে বসবাসের জন্য দেওয়া হয়েছে দাবি করে প্রচারিত প্রাসাদটি মালয়েশিয়ার পুত্রজায়াতে অবস্থিত। প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান বা দারুল ইহসান প্লেস। ভবনটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতান শারাফউদ্দিন ইদ্রিস শাহের অন্যতম একটি রাজকীয় বাসস্থান। প্রাসাদটি বসবাসের জন্য মালয়েশিয়ার সরকারের ড.জাকির নায়েককে দিয়ে দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন।
পরবর্তীতে প্রাসাদটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে প্রাসাদটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটির নাম ইসতানা দারুল ইহসান। এটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবন। আরেকটি স্টক ফটোর ওয়েবসাইট ফ্লিকারে বাসভবনটি সম্পর্কে আরও তথ্য খুঁজে পাওয়া যায়। এখানে দেওয়া ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রাসাদটি ২০০০ সালে পুত্রজায়া লেকের পাশে নির্মাণ করা হয়। ধূসর রঙ্গের বিশাল এই প্রাসাদ মালয়েশিয়ার ফেডারেল সরকার সেলাঙ্গর রাজাকে উপহার হিসেবে দেয়। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
এছাড়া ফেসবুকের ভাইরাল পোস্টগুলো খুঁজেও পোস্টের সঙ্গে প্রচারিত তথ্যটির কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।
জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অনুসন্ধানে অনুসন্ধানে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর মালয়েশিয়া চলে যান এবং দেশটির সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। সেই থেকে তিনি মালয়েশিয়াতেই আছেন। তবে দেশটির সরকার জাকির নায়েককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি দিলেও তাঁকে কোনো প্রাসাদ দিয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় আছেন এবং দেশটির সরকার তাঁকে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি দিয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুলতানের বাসভবনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ডা. জাকির নায়েককে মালয়েশিয়ার সরকার প্রাসাদটি বসবাসের জন্য দিয়েছেন, যা মিথ্যা।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫