ফ্যাক্টচেক ডেস্ক

সম্প্রতি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল হয়। এ রায়ের পর আবার প্রতিবাদমুখর হয়ে উঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানের একটি বক্তব্য ফটোকার্ড আকারে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাশেদ খানের কথিত বক্তব্যটিতে দাবি করা হচ্ছে, তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘এই কোটা আন্দোলন আমাকে ফেসবুক ইউটিউবে লাখ লাখ ফলোয়ারস দিয়েছে। চাইলে আমি যে কোনো সময়ে বিকাশ/নগদের মাধ্যমে আয় করতে পারছি। তাই আমার চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগেনি।’
রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্য সংবলিত ফটোকার্ডটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে ফটোকার্ডটি পোস্ট দিয়ে ক্যাপশনে তিনি লিখেন, ‘একজন স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা।’ তাঁর এই পোস্টে আজ শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত প্রায় দুই হাজার রিয়েকশন পড়েছে; মন্তব্য পড়েছে শতাধিক।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্যটি নিয়ে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট।
তাঁর পোস্টটিতে রাশেদ খানের কথিত বক্তব্যটির কোনো সূত্র উল্লেখ করা হয়নি। তবে পোস্টটির কমেন্টবক্সে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছবি সংবলিত কাছাকাছি বক্তব্যের আরেকটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটিতে নুরুল হক নুরকে উদ্ধৃত করে লেখা, ‘কোটা আন্দোলন করে ভাগ্যের চাকা পরিবর্তন করেছি। দেশ বিদেশে ঘুরছি। বাড়ি গাড়ি বানিয়েছি। নগদ/বিকাশে সর্বোচ্চ লেনদেন করছি। তাই আর চাকরি করার ইচ্ছা জাগেনি।’ এই বক্তব্যেরও কোনো সূত্র নুরুল আজিম রনির পোস্টটিতে পাওয়া যায়নি।
পরে রাশেদ খানের কথিত বক্তব্যটির উৎস যাচাইয়ে তাঁর বক্তব্য সংবলিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪–এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৯ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ফটোকার্ডটির নকশার সঙ্গে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাশেদ খানের কথিত বক্তব্যের ভাইরাল ফটোকার্ডটির নকশার হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম, ‘ভালো চাকরি পাচ্ছেন না কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা’। প্রতিবেদনটি থেকে জানা যায়, ফটোকার্ডটি জাগো নিউজেরই তৈরি।
ফটোকার্ডটিতে কোটা সংস্কার আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানের বক্তব্য হিসেবে লেখা, ‘তারপরও আমরা সুখী এ জন্য যে, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে হলেও শিক্ষার্থীদের দাবি আদায় করতে পেরেছি।’ প্রতিবেদনটির ভেতরেও রাশেদ খানের একই বক্তব্য পাওয়া যায়।
এ লেখার ওপর এডিট করেই ‘এই কোটা আন্দোলন আমাকে ফেসবুক ইউটিউবে লাখ লাখ ফলোয়ারস দিয়েছে। চাইলে আমি যে কোনো সময়ে বিকাশ/নগদের মাধ্যমে আয় করতে পারছি। তাই আমার চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগেনি’— কথিত মন্তব্যটি যোগ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভাইরাল ফটোকার্ডটি সূক্ষ্মভাবে খেয়াল করলেও এডিটের বিষয়টি ধরা যায়। রাশেদ খানের কথিত বক্তব্যটির নিচেই মূল বক্তব্যের ‘সুখী’, ‘নিজের’ শব্দ দুটির ‘ই–কার’–এর মাত্রা দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, ২০১৮ সালের কোটা আন্দোলন প্রসঙ্গে ওই সময়ের কোটা আন্দোলনের নেতা রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্যটি বানোয়াট।

সম্প্রতি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল হয়। এ রায়ের পর আবার প্রতিবাদমুখর হয়ে উঠে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানের একটি বক্তব্য ফটোকার্ড আকারে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাশেদ খানের কথিত বক্তব্যটিতে দাবি করা হচ্ছে, তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘এই কোটা আন্দোলন আমাকে ফেসবুক ইউটিউবে লাখ লাখ ফলোয়ারস দিয়েছে। চাইলে আমি যে কোনো সময়ে বিকাশ/নগদের মাধ্যমে আয় করতে পারছি। তাই আমার চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগেনি।’
রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্য সংবলিত ফটোকার্ডটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে ফটোকার্ডটি পোস্ট দিয়ে ক্যাপশনে তিনি লিখেন, ‘একজন স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা।’ তাঁর এই পোস্টে আজ শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত প্রায় দুই হাজার রিয়েকশন পড়েছে; মন্তব্য পড়েছে শতাধিক।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্যটি নিয়ে এটিই সম্ভাব্য প্রথম পোস্ট।
তাঁর পোস্টটিতে রাশেদ খানের কথিত বক্তব্যটির কোনো সূত্র উল্লেখ করা হয়নি। তবে পোস্টটির কমেন্টবক্সে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছবি সংবলিত কাছাকাছি বক্তব্যের আরেকটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটিতে নুরুল হক নুরকে উদ্ধৃত করে লেখা, ‘কোটা আন্দোলন করে ভাগ্যের চাকা পরিবর্তন করেছি। দেশ বিদেশে ঘুরছি। বাড়ি গাড়ি বানিয়েছি। নগদ/বিকাশে সর্বোচ্চ লেনদেন করছি। তাই আর চাকরি করার ইচ্ছা জাগেনি।’ এই বক্তব্যেরও কোনো সূত্র নুরুল আজিম রনির পোস্টটিতে পাওয়া যায়নি।
পরে রাশেদ খানের কথিত বক্তব্যটির উৎস যাচাইয়ে তাঁর বক্তব্য সংবলিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪–এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৯ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ফটোকার্ডটির নকশার সঙ্গে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাশেদ খানের কথিত বক্তব্যের ভাইরাল ফটোকার্ডটির নকশার হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম, ‘ভালো চাকরি পাচ্ছেন না কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা’। প্রতিবেদনটি থেকে জানা যায়, ফটোকার্ডটি জাগো নিউজেরই তৈরি।
ফটোকার্ডটিতে কোটা সংস্কার আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানের বক্তব্য হিসেবে লেখা, ‘তারপরও আমরা সুখী এ জন্য যে, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে হলেও শিক্ষার্থীদের দাবি আদায় করতে পেরেছি।’ প্রতিবেদনটির ভেতরেও রাশেদ খানের একই বক্তব্য পাওয়া যায়।
এ লেখার ওপর এডিট করেই ‘এই কোটা আন্দোলন আমাকে ফেসবুক ইউটিউবে লাখ লাখ ফলোয়ারস দিয়েছে। চাইলে আমি যে কোনো সময়ে বিকাশ/নগদের মাধ্যমে আয় করতে পারছি। তাই আমার চাকরিতে যাওয়ার ইচ্ছা জাগেনি’— কথিত মন্তব্যটি যোগ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভাইরাল ফটোকার্ডটি সূক্ষ্মভাবে খেয়াল করলেও এডিটের বিষয়টি ধরা যায়। রাশেদ খানের কথিত বক্তব্যটির নিচেই মূল বক্তব্যের ‘সুখী’, ‘নিজের’ শব্দ দুটির ‘ই–কার’–এর মাত্রা দেখা যায়।
সুতরাং এটি স্পষ্ট, ২০১৮ সালের কোটা আন্দোলন প্রসঙ্গে ওই সময়ের কোটা আন্দোলনের নেতা রাশেদ খানের কথিত ভাইরাল বক্তব্যটি বানোয়াট।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫