Ajker Patrika

সখীপুরের সেই গোখাদ্য ব্যবসায়ীকে এবার ছয় মাসের কারাদণ্ড

সখীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ৪৭
সখীপুরের সেই গোখাদ্য ব্যবসায়ীকে এবার ছয় মাসের কারাদণ্ড

সখীপুরে নজরুল ইসলাম নামের এক গোখাদ্য ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন। তিনি দীর্ঘদিন ধরে কেমিক্যাল মিশ্রিত তুলা গোখাদ্য হিসেবে বিক্রি করে আসছিলেন।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পৌরসভার জামতলা এলাকায় রোজা এন্টারপ্রাইজ নামে তাঁর একটি দোকান রয়েছে।

এর আগে ৫ জুন তুলার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে গরুর খাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর চারটি গোখাদ্যের গুদাম সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করে ওই সব গুদাম থেকে খাবার বিক্রি শুরু করেন। খবর পেয়ে গতকাল সকালে পুনরায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও ফারজানা আলম বলেন, অবৈধ পশুখাদ্যের চারটি গুদাম সিলগালা করা হয়েছিল। আদেশ অমান্য করায় এবার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত