ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অ-গঠনতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির সরাইল ও আশুগঞ্জ কমিটি বিলুপ্ত চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।
গত বৃহস্পতিবার আবদুস সাত্তার ভূঁইয়া স্বাক্ষরিত জাতীয় সংসদের তাঁর নিজস্ব প্যাডে এই আবেদনে লিখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্পূর্ণ একচেটিয়াভাবে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করেছে। যা শুরুতেই বিতর্কের মুখে পড়ে। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ বারের বিএনপির নির্বাচিত সাংসদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম।
বর্তমান বিএনপি সাংসদ হিসেবে আমার নির্বাচনী এলাকার সাংগঠনিক অবস্থা জানার অধিকার আছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরাইল ও আশুগঞ্জে এমন করুণ ও বিশৃঙ্খলা আর কখনো দেখেনি। বিভিন্ন ইউনিয়ন এমনকি আমার নিজ ইউনিয়নেও আমার সঙ্গে পরামর্শ না করে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে রাতারাতি বিএনপি কমিটি ঘোষণা করা হয়।
তাই এলাকার নিবেদিত প্রাণ বিএনপির নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির অসাংবিধানিক কর্মকাণ্ড বন্ধ এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকলকে সঙ্গে নিয়ে নতুন কমিটি ঘোষণা করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপিকে বাঁচানোর জোর দাবি জানান তিনি। পাশাপাশি তিনি সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য জহিরুল হক খোকন বলেন, ‘আমি একটি লোক-মাধ্যমে জেনেছি তিনি চিঠি লিখেছেন। তবে চিঠিতে কী লিখেছেন আমার জানা নাই।’
এই ব্যাপারে সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মুঠোফোনে কল করলে একজন ফোনটি ধরে জানান, আবদুস সাত্তার করোনা আক্রান্ত। আপনার সঙ্গে পরে কথা বলবে।

অ-গঠনতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির সরাইল ও আশুগঞ্জ কমিটি বিলুপ্ত চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।
গত বৃহস্পতিবার আবদুস সাত্তার ভূঁইয়া স্বাক্ষরিত জাতীয় সংসদের তাঁর নিজস্ব প্যাডে এই আবেদনে লিখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্পূর্ণ একচেটিয়াভাবে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করেছে। যা শুরুতেই বিতর্কের মুখে পড়ে। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ বারের বিএনপির নির্বাচিত সাংসদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম।
বর্তমান বিএনপি সাংসদ হিসেবে আমার নির্বাচনী এলাকার সাংগঠনিক অবস্থা জানার অধিকার আছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরাইল ও আশুগঞ্জে এমন করুণ ও বিশৃঙ্খলা আর কখনো দেখেনি। বিভিন্ন ইউনিয়ন এমনকি আমার নিজ ইউনিয়নেও আমার সঙ্গে পরামর্শ না করে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে রাতারাতি বিএনপি কমিটি ঘোষণা করা হয়।
তাই এলাকার নিবেদিত প্রাণ বিএনপির নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির অসাংবিধানিক কর্মকাণ্ড বন্ধ এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকলকে সঙ্গে নিয়ে নতুন কমিটি ঘোষণা করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপিকে বাঁচানোর জোর দাবি জানান তিনি। পাশাপাশি তিনি সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য জহিরুল হক খোকন বলেন, ‘আমি একটি লোক-মাধ্যমে জেনেছি তিনি চিঠি লিখেছেন। তবে চিঠিতে কী লিখেছেন আমার জানা নাই।’
এই ব্যাপারে সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মুঠোফোনে কল করলে একজন ফোনটি ধরে জানান, আবদুস সাত্তার করোনা আক্রান্ত। আপনার সঙ্গে পরে কথা বলবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫