শেখ আবু হাসান, খুলনা

খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মহানগরী সেজেছে নতুন সাজে। ৬ নভেম্বর নগরীর শহীদ হাদিস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পদপ্রত্যাশী নেতা-কর্মীদের রং-বেরঙের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও অলিগলি।
এ ছাড়া প্রধান ও ব্যস্ততম সড়ক যশোর রোড, শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, কেডিএ অ্যাভিনিউ, মজিদ সরণিতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতা-নেত্রীর ছবি দিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। এসব সড়কের সড়কদ্বীপ ফেস্টুনে একাকার হয়ে গেছে। সম্মেলনস্থল শহীদ হাদিস পার্কে বিশাল মঞ্চ ও প্যান্ডেলের কাজ জোরেশোরে চলছে।
এক যুগেরও বেশি সময় পর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সর্বশেষ গত ২০০৬ সালে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মোশারফ হোসেনকে সভাপতি এবং জেড এ ডনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট নগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠিত হয়। এরপর কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নানা কারণে সম্মেলন করা যায়নি।
পরে ২০১৯ সালের শেষ দিকে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়। সে অনুযায়ী নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মীর বরকত আলীকে আহ্বায়ক এবং এম এ নাসিমকে সদস্যসচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। সম্মেলনর প্রস্তুতি চলতে চলতে দেশে করোনা মহামারি শুরু হলে সম্মেলনের প্রস্তুতি স্থগিত করা হয়। পরে প্রায় দুই বছর পর পুনরায় সম্মেলনের প্রস্তুতি জোরেশোরে শুরু করা হয়। সে অনুযায়ী ৬ নভেম্বর সকালে নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
নেতা-কর্মীরা আরও জানান, দল ক্ষমতায় থাকায় নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে পদ পেতে মরিয়া তাঁরা। ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা স্থানীয় শীর্ষ নেতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন। তবে সভাপতি পদে বরকত আলী ও সদস্যসচিব এম এ নাসিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গেছে। অপর দিকে সাধারণ সম্পাদক পদে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সবকিছু নির্ভর করছে স্থানীয় শীর্ষ নেতাদের আশীর্বাদের ওপর।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মীর বরকত আলী আজকের পত্রিকাকে বলেন, করোনা মহামারির কারণে সম্মেলন দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পদপ্রত্যাশী নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের সমর্থনে নগরীতে ব্যাপক সাজসজ্জা করেছেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। সম্মেলন উপলক্ষে কেন্দ্র থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত একটি অগ্রবর্তী দল আজ বৃহস্পতিবার খুলনা আসছেন।
এ দলটি সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং সব উপকমিটির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে অতিথি থাকবেন খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনার সব সাংসদ।

খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মহানগরী সেজেছে নতুন সাজে। ৬ নভেম্বর নগরীর শহীদ হাদিস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পদপ্রত্যাশী নেতা-কর্মীদের রং-বেরঙের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও অলিগলি।
এ ছাড়া প্রধান ও ব্যস্ততম সড়ক যশোর রোড, শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, কেডিএ অ্যাভিনিউ, মজিদ সরণিতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতা-নেত্রীর ছবি দিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। এসব সড়কের সড়কদ্বীপ ফেস্টুনে একাকার হয়ে গেছে। সম্মেলনস্থল শহীদ হাদিস পার্কে বিশাল মঞ্চ ও প্যান্ডেলের কাজ জোরেশোরে চলছে।
এক যুগেরও বেশি সময় পর নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সর্বশেষ গত ২০০৬ সালে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মোশারফ হোসেনকে সভাপতি এবং জেড এ ডনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট নগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠিত হয়। এরপর কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নানা কারণে সম্মেলন করা যায়নি।
পরে ২০১৯ সালের শেষ দিকে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়। সে অনুযায়ী নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মীর বরকত আলীকে আহ্বায়ক এবং এম এ নাসিমকে সদস্যসচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। সম্মেলনর প্রস্তুতি চলতে চলতে দেশে করোনা মহামারি শুরু হলে সম্মেলনের প্রস্তুতি স্থগিত করা হয়। পরে প্রায় দুই বছর পর পুনরায় সম্মেলনের প্রস্তুতি জোরেশোরে শুরু করা হয়। সে অনুযায়ী ৬ নভেম্বর সকালে নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
নেতা-কর্মীরা আরও জানান, দল ক্ষমতায় থাকায় নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে পদ পেতে মরিয়া তাঁরা। ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা স্থানীয় শীর্ষ নেতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন। তবে সভাপতি পদে বরকত আলী ও সদস্যসচিব এম এ নাসিমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা গেছে। অপর দিকে সাধারণ সম্পাদক পদে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সবকিছু নির্ভর করছে স্থানীয় শীর্ষ নেতাদের আশীর্বাদের ওপর।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সভাপতি প্রার্থী মীর বরকত আলী আজকের পত্রিকাকে বলেন, করোনা মহামারির কারণে সম্মেলন দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পদপ্রত্যাশী নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের সমর্থনে নগরীতে ব্যাপক সাজসজ্জা করেছেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। সম্মেলন উপলক্ষে কেন্দ্র থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত একটি অগ্রবর্তী দল আজ বৃহস্পতিবার খুলনা আসছেন।
এ দলটি সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং সব উপকমিটির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে অতিথি থাকবেন খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনার সব সাংসদ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫