Ajker Patrika

বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৮
বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের তিনটি পরিবার। গত রোববার রাতে বাঁশের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ভরসা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। গত বছরও মোহাম্মদ আলী নিজের জায়গা দাবি করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে স্থানীয়ভাবে সালিস বৈঠকের পর রাস্তা খুলে দেওয়া হয়েছিল। গত রোববার আবারও রাস্তায় বেড়া দেন মোহাম্মদ আলী। এতে করে তিনটি পরিবারের যাতায়াতের পথটি বন্ধ হয়ে গেছে।

মোহাম্মদ আলীর মুঠোফোনে কল দেওয়া হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষকে থানায় ডাকা হয়েছে। কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত