হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

ঈদুল আজহার আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালো বেচাকেনা হয়েছে। গত কয়েক দিন অলস সময় পার করলেও এদিন ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।
দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে।
এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতার ভিড় অনুযায়ী বাজারে গরু বেচাকেনা কম। গরুর দামও বেশি হওয়ায় অনেকে শেষদিকে গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন।
বিবির হাটে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার আবু জাফর। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘চার দিন আগে ২১টি গরু নিয়ে হাটে এসেছিলাম। প্রথম তিন দিন একটা গরুও বিক্রি করতে পারিনি। গতকাল বিকেলে ২টা গরু বিক্রি করেছি। আশা করছি, আজ আর কালকের মধ্যেই সব গরু বিক্রি করতে পারব। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি।’
এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার ১ লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মন ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার হাজার থেকে ২ লাখ টাকায়।
সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন হালিশহর এলাকার বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও ব্যাপারীরা দাম কমাচ্ছেন না। কয়েকটা গরু দেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। ৩ থেকে সাড়ে ৩ মণ ওজনের গরু ১ লাখ ২০-৩০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।’
স্থায়ী তিনটিসহ চট্টগ্রাম নগরীতে এবার সাতটি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। গতবারের মতো এবারও এসব পশুর হাটে গরুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে।
কুষ্টিয়া থেকে আসা গরু নিয়ে আসা মিলন হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার গো খাদ্যের দাম অনেক বেশি। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এ কারণে এবার গরুর দাম একটু বেশি। তাই দাম কমার সম্ভাবনা নেই।’
সাগরিকা বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, পশুর দাম একটু বেশি হওয়ায় অনেকে ভাবছেন হয়তো শেষদিকে দাম কমবে। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। কারণ বাজারে যে পরিমাণ গরু আসছে, তাতে সবাই কেনা শুরু করলে গরুর সংকট তৈরি হতে পারে।

ঈদুল আজহার আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালো বেচাকেনা হয়েছে। গত কয়েক দিন অলস সময় পার করলেও এদিন ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।
দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে।
এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতার ভিড় অনুযায়ী বাজারে গরু বেচাকেনা কম। গরুর দামও বেশি হওয়ায় অনেকে শেষদিকে গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন।
বিবির হাটে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার আবু জাফর। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘চার দিন আগে ২১টি গরু নিয়ে হাটে এসেছিলাম। প্রথম তিন দিন একটা গরুও বিক্রি করতে পারিনি। গতকাল বিকেলে ২টা গরু বিক্রি করেছি। আশা করছি, আজ আর কালকের মধ্যেই সব গরু বিক্রি করতে পারব। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি।’
এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার ১ লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মন ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার হাজার থেকে ২ লাখ টাকায়।
সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন হালিশহর এলাকার বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও ব্যাপারীরা দাম কমাচ্ছেন না। কয়েকটা গরু দেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। ৩ থেকে সাড়ে ৩ মণ ওজনের গরু ১ লাখ ২০-৩০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।’
স্থায়ী তিনটিসহ চট্টগ্রাম নগরীতে এবার সাতটি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। গতবারের মতো এবারও এসব পশুর হাটে গরুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে।
কুষ্টিয়া থেকে আসা গরু নিয়ে আসা মিলন হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার গো খাদ্যের দাম অনেক বেশি। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এ কারণে এবার গরুর দাম একটু বেশি। তাই দাম কমার সম্ভাবনা নেই।’
সাগরিকা বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, পশুর দাম একটু বেশি হওয়ায় অনেকে ভাবছেন হয়তো শেষদিকে দাম কমবে। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। কারণ বাজারে যে পরিমাণ গরু আসছে, তাতে সবাই কেনা শুরু করলে গরুর সংকট তৈরি হতে পারে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫