দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা উপজেলাজুড়ে ঝিমিয়ে পড়েছে ছাত্রলীগের রাজনীতি। নেতাদের সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। প্রথম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন ফরিদ আহমদ তারেক। এরপর ১৯৯২ সালে ফরিদ আহমদ তারেককে সভাপতি ও সায়াদ আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
২০০৩ সালে সুকেশ রায়কে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ২০০৬ সালে আনোয়ার হোসেনকে সভাপতি ও ফরিদ আহমেদ ইমনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি অনুমোদন করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি তনুজ কান্তি দে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।
এরপর থেকে এখন পর্যন্ত কোনো কমিটি না হওয়ায় উপজেলাজুড়ে ঝিমিয়ে পড়েছে ছাত্রলীগের রাজনীতি। নতুন কোনো কমিটি না থাকায় অনেকেই নিজেদের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাবি করছেন। এতে দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন সাধারণ কর্মীরা।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, নতুন কমিটি করতে হলে প্রথমে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হয়। কিন্তু ২০০৬ সালের কমিটি এখন পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হয়নি।
ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা জানান, পুরোনো কমিটির সবাই এত দিনে সংসারী হয়ে গেছেন। অনেকে রাজনীতি ছেড়ে নানা পেশায় চলে গেছেন। উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনেক আগেই ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছি। এক যুগ ধরে নতুন কোনো কমিটি না হওয়া খুবই হতাশ।’
একই কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ইমন বলেন, ‘১৬ বছর আগের আমাদের সেই কমিটি এখনো পর্যন্ত কেন বিলুপ্ত করা হয়নি তা জানা নেই। এতে করে নতুন নেতৃত্ব সৃষ্টি না হলে রাজনীতি আর রাজনৈতিকদের দখলে থাকবে না। রাজনীতি চলে যাবে ব্যবসায়ীদের দখলে। যা আমরা স্থানীয় সরকার নির্বাচনে লক্ষ করেছি। সেখানে ব্যবসায়ীরা নৌকার মনোনয়ন পেতে আবেদন করেন, অথচ কোনো সাবেক ছাত্রনেতা খোঁজে পাওয়া যায় না। এর দায় আমরা এড়াতে পারি না।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে দ্রুত ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। নতুন কমিটি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।’

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা উপজেলাজুড়ে ঝিমিয়ে পড়েছে ছাত্রলীগের রাজনীতি। নেতাদের সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলা ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। প্রথম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন ফরিদ আহমদ তারেক। এরপর ১৯৯২ সালে ফরিদ আহমদ তারেককে সভাপতি ও সায়াদ আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
২০০৩ সালে সুকেশ রায়কে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ২০০৬ সালে আনোয়ার হোসেনকে সভাপতি ও ফরিদ আহমেদ ইমনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটি অনুমোদন করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি তনুজ কান্তি দে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।
এরপর থেকে এখন পর্যন্ত কোনো কমিটি না হওয়ায় উপজেলাজুড়ে ঝিমিয়ে পড়েছে ছাত্রলীগের রাজনীতি। নতুন কোনো কমিটি না থাকায় অনেকেই নিজেদের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাবি করছেন। এতে দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন সাধারণ কর্মীরা।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, নতুন কমিটি করতে হলে প্রথমে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হয়। কিন্তু ২০০৬ সালের কমিটি এখন পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হয়নি।
ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা জানান, পুরোনো কমিটির সবাই এত দিনে সংসারী হয়ে গেছেন। অনেকে রাজনীতি ছেড়ে নানা পেশায় চলে গেছেন। উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনেক আগেই ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছি। এক যুগ ধরে নতুন কোনো কমিটি না হওয়া খুবই হতাশ।’
একই কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ইমন বলেন, ‘১৬ বছর আগের আমাদের সেই কমিটি এখনো পর্যন্ত কেন বিলুপ্ত করা হয়নি তা জানা নেই। এতে করে নতুন নেতৃত্ব সৃষ্টি না হলে রাজনীতি আর রাজনৈতিকদের দখলে থাকবে না। রাজনীতি চলে যাবে ব্যবসায়ীদের দখলে। যা আমরা স্থানীয় সরকার নির্বাচনে লক্ষ করেছি। সেখানে ব্যবসায়ীরা নৌকার মনোনয়ন পেতে আবেদন করেন, অথচ কোনো সাবেক ছাত্রনেতা খোঁজে পাওয়া যায় না। এর দায় আমরা এড়াতে পারি না।’
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে দ্রুত ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। নতুন কমিটি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫