Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন চারজনের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৪০
নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন   চারজনের কারাদণ্ড

গাইবান্ধায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজির হোসেন এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতিকুর রহমান, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের মোস্তাক আহম্মেদ, ইদিলপুর গ্রামের মাহমুদ হাসান ও রংপুরের ইমরান হোসেন।

এ ছাড়া একই কেন্দ্রে সদর উপজেলার কিশামত বালুয়া গ্রামের সামিউল আলমকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান, সাজাপ্রাপ্তরা পরীক্ষা চলাকালীন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে মুঠোফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করছিলেন। শুক্রবার বিকেলে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা শহরের দুইটি কেন্দ্রে গত শুক্রবার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩১টি শূন্য পদের বিপরীতে প্রায় এক হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নেন। কেন্দ্র দুটিতে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত