চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরের ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদ, চিকনাই ও গুমানী নদী। দখল-দূষণসহ নানা কারণে অস্তিত্বসংকটে পড়েছে এই অঞ্চলের নদ-নদীগুলো।
দীর্ঘদিন ধরে খনন না করা, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
গত শনিবার তিনটি নদীর এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের স্রোতসিনী বড়াল, চিকনাই ও গুমানী নদী শুকিয়ে গেছে। শুকনো মৌসুম না আসতেই নদীর বুকে এখন বোরোর বীজতলা। এগুলো এখন মরা নদীতে পরিণত হয়েছে। প্রভাব পড়েছে কৃষিকাজ আর ব্যবসা-বাণিজ্যে। নদীগুলো খনন না করার কারণেই এমন হাল হয়েছে বলে মনে করছেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান।
বড়াল নদে গৃহস্থালি বর্জ্য, মুরগির খামারের বিষ্ঠা, পলিথিন ফেলায় তলদেশ ফুলেফেঁপে উঠেছে। দূষিত হচ্ছে আশপাশের এলাকার পরিবেশ। অবৈধ দখলদারেরা যত্রতত্র স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। ধানসহ নানা ধরনের সবজির চাষ করছেন বড়াল নদে।
নতুনবাজার খেয়াঘাট এলাকার বাসিন্দা মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে খনন না করায়, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে বড়াল নদের এই করুণ পরিণতি।
এদিকে গুমানী নদীর তলদেশে ইরি ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। গুমানী শুকিয়ে এখন চৌচির। পানি না থাকায় নদীকেন্দ্রিক সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। নদীর বুকে আবাদ করা ধান পাকা শুরু করেছে। গুমানী নদীর একাংশে খনন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ খননকাজ করেছে বলে জানান স্থানীয়রা। শুকিয়ে যাওয়া নদীর মাটি চলে যাচ্ছে অবৈধ ইটভাটাগুলোতে। নদীর অধিকাংশ এলাকার তলদেশে ধানের আবাদ করা হয়েছে।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী বাঁচাতে আন্দোলন করছি। বড়াল নদসহ এই অঞ্চলের সব নদ-নদী খননসহ পানিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি আমাদের।’
এস এম মিজানুর রহমান আরও বলেন, ‘নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। নদীতে চাষাবাদ করা হচ্ছে। দখল তো আছেই। আমরা সামাজিক সংগঠন হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবাদ জানিয়ে আসছি।’ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার চাটমোহরের ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদ, চিকনাই ও গুমানী নদী। দখল-দূষণসহ নানা কারণে অস্তিত্বসংকটে পড়েছে এই অঞ্চলের নদ-নদীগুলো।
দীর্ঘদিন ধরে খনন না করা, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
গত শনিবার তিনটি নদীর এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের স্রোতসিনী বড়াল, চিকনাই ও গুমানী নদী শুকিয়ে গেছে। শুকনো মৌসুম না আসতেই নদীর বুকে এখন বোরোর বীজতলা। এগুলো এখন মরা নদীতে পরিণত হয়েছে। প্রভাব পড়েছে কৃষিকাজ আর ব্যবসা-বাণিজ্যে। নদীগুলো খনন না করার কারণেই এমন হাল হয়েছে বলে মনে করছেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান।
বড়াল নদে গৃহস্থালি বর্জ্য, মুরগির খামারের বিষ্ঠা, পলিথিন ফেলায় তলদেশ ফুলেফেঁপে উঠেছে। দূষিত হচ্ছে আশপাশের এলাকার পরিবেশ। অবৈধ দখলদারেরা যত্রতত্র স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। ধানসহ নানা ধরনের সবজির চাষ করছেন বড়াল নদে।
নতুনবাজার খেয়াঘাট এলাকার বাসিন্দা মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে খনন না করায়, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে বড়াল নদের এই করুণ পরিণতি।
এদিকে গুমানী নদীর তলদেশে ইরি ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। গুমানী শুকিয়ে এখন চৌচির। পানি না থাকায় নদীকেন্দ্রিক সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। নদীর বুকে আবাদ করা ধান পাকা শুরু করেছে। গুমানী নদীর একাংশে খনন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ খননকাজ করেছে বলে জানান স্থানীয়রা। শুকিয়ে যাওয়া নদীর মাটি চলে যাচ্ছে অবৈধ ইটভাটাগুলোতে। নদীর অধিকাংশ এলাকার তলদেশে ধানের আবাদ করা হয়েছে।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী বাঁচাতে আন্দোলন করছি। বড়াল নদসহ এই অঞ্চলের সব নদ-নদী খননসহ পানিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি আমাদের।’
এস এম মিজানুর রহমান আরও বলেন, ‘নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। নদীতে চাষাবাদ করা হচ্ছে। দখল তো আছেই। আমরা সামাজিক সংগঠন হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবাদ জানিয়ে আসছি।’ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫