Ajker Patrika

রামুতে অযত্নে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৩
রামুতে অযত্নে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

কক্সবাজারে রামুতে পাহাড়বেষ্টিত গ্রাম পূর্ব রাজারকুল ও মনিরঝিল। কাউয়ারখোপ ইউনিয়নের অধীন মনিরঝিল গ্রামে পাহাড়ের চূড়ায় সম্প্রতি সন্ধান মিলেছে শত বছরের পুরোনো বৌদ্ধজাদির।

সরেজমিন গতকাল শুক্রবার সকালে দেখা গেছে, পূর্ব রাজারকুল জ্ঞানান্বেষণ পাঠাগারের ৫০ জনের মতো একটি দল জাদির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন।

এর মধ্যে দুর্জয় বড়ুয়া নামের একজন বলেন, প্রতি মাসে তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেও অর্থাভাবে স্থায়ী কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এই শতবর্ষী জাদি অবহেলায় পড়ে আছে, এর চেয়ে দুঃখজনক ব্যাপার হতে পারে না।

আব্দুল মান্নান নামের একজন বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কেন এই প্রাচীন নিদর্শন চোখে পড়ে না তা ভাববার বিষয়। এমনটাও হতে পারে, এখানে খননকাজ চালালে হয়তো আরও গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার হতে পারে।

পরিষ্কার অভিযানের খবর পেয়ে রামুর বৌদ্ধ কীর্তনিয়া নির্মল বড়ুয়া একপলক দেখতে এসেছিলেন জাদিটি। তিনি পুরোনো এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এটি রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। বিভিন্ন সময় পত্রপত্রিকায় জাদিটির বিষয়ে লেখালেখি হলেও কারও কোনো আগ্রহ দেখিনি।’

স্থানীয় বাসিন্দা অনিল বড়ুয়া জাদিটির গুরুত্বারোপ করে বলেন, এটি কেবল বৌদ্ধদের সম্পদ নয়, সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি সংস্কারে সরকারের যথাযথ কর্তৃপক্ষ এগিয়ে আসবে আশা রাখি। ধর্মীয় স্থাপনার পাশাপাশি পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে স্থাপনাটি।’

সমতল থেকে প্রায় ৪০০ ফুট উঁচুতে অবস্থিত প্রাচীন জাদিটির বিভিন্ন অংশ ইতিমধ্যে খসে পড়েছে। চারপাশে কোথাও পড়ে থাকতে দেখা গেছে মাদক নেওয়ার নানা সরঞ্জাম।

লেখক ও বুদ্ধ গবেষক ধনিরাম বড়ুয়ার লেখা ‘রামুর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য’ বইয়ের তথ্যমতে ১৯১৯ খ্রিষ্টাব্দে উঁ দেবেন্দ্র মহাস্থবির নামে এক ভিক্ষু ধ্যান সাধনার জন্য এ জাদি প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় এই পাহাড়ের আশপাশে কোনো জনবসতি না থাকার বিষয়টিও উল্লেখ করা হয়। তৎকালীন সময়ে মিয়ানমার থেকে এসে এই বৌদ্ধ ভিক্ষু শিষ্যদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে গড়ে তোলেন জাদিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত