Ajker Patrika

মনোনয়ন ফরম নিলেন আইভীসহ আ.লীগের ৪ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৩৭
মনোনয়ন ফরম নিলেন আইভীসহ আ.লীগের ৪ নেতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীসহ দলের চার নেতা। এখানে ভোট হবে আগামী জানুয়ারি মাসে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে গতকাল সোমবার আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদীনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আশাবাদী, আইভীই পাবেন দলের মনোনয়ন। কারণ, তিনি যে পরিমাণ উন্নয়নকাজ করেছেন, সেটা এর আগে এই শহরে কোনো জনপ্রতিনিধি করতে পারেননি।’

আইভী ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে খোকন সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কখনো দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করিনি। এবার আশা করছি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

একই আশাবাদ জানিয়ে চন্দন শীল বলেন, ‘কিছু চাওয়া-পাওয়ার জন্য দলের রাজনীতি করি না। দলের প্রতি আমার অতীতের ত্যাগ যদি দল মূল্যায়ন করে, তাহলে নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ