Ajker Patrika

লাগামহীন সবজি বাজার, বিপাকে ক্রেতারা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬: ৪১
লাগামহীন সবজি বাজার, বিপাকে ক্রেতারা

এক সপ্তাহ ধরে লাগামহীনভাবে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। শুধু তাই নয়, কাঁচা মরিচের সঙ্গে তাল মিলিয়ে সবজির বাজারেও দাম বেড়েছে। এতে সবজি কিনতে এসে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা।

গতকাল শুক্রবার কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, আকারভেদে কাঁচা মরিচ (ঝাল) ১৬০-১৮০ টাকা। এ ছাড়াও বেড়ে যাওয়া সবজিগুলোর মধ্যে সিম প্রতি কেজি ১২০ টাকা, পেঁয়াজ ৬০, ফুলকপি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সকালে বাজার করতে আসা আব্দুর রহমান বলেন, প্রতিদিন লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে।

আরেকজন ক্রেতা ক্ষোভের সঙ্গে বলেন, ‘সব সিন্ডিকেটের দখলে। মাঠে কৃষক ফসলের সঠিক দাম পাচ্ছেন না। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন। অথচ প্রশাসনের কোনো ভূমিকাই নেই। এভাবে চলতে থাকলে আমরা সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাব।’

সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেশি। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ দল রয়েছে। তারা নিয়মিত বাজার মনিটরিং করছে। ইচ্ছাকৃতভাবে কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে আমরা তার ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত