সম্পাদকীয়

ফজিলতুন্নেসা ছিলেন অসম্ভব মেধাবী। সেই মেধার পরিচয় তিনি শৈশবেই দিয়েছিলেন। তাঁর পিতা করোটিয়ার জমিদারবাড়িতে সামান্য বেতনে চাকরি করতেন। প্রাথমিক বিদ্যালয়ের সব পরীক্ষায় তিনি ভালো ফলাফল করেন। পিতার সামর্থ্য না থাকার পরেও তিনি সে সময়ে ঢাকার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় ‘ইডেন স্কুলে’ ভর্তি করে দেন।
এরপর ছিল তাঁর শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। এরপর ১৯২১ সালে ঢাকা বিভাগে প্রথম স্থান লাভ করে ম্যাট্রিকুলেশন পাস করেন। ইডেন কলেজ থেকে আইএ পাস করেন। দুটিতেই সরকারি শিক্ষাবৃত্তি লাভ করেন। এরপর কলকাতার বেথুন কলেজে বিএ ভর্তি হন। সেখানেও তিনি ছিলেন একমাত্র মুসলিম ছাত্রী। সেখান থেকে ১৯২৫ সালে তিনি ডিসটিংশনসহ বিএ পাস করেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার পরিবেশ ছিল না।
তারপরও তিনি অসীম সাহস আর উচ্চশিক্ষা অর্জনের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে পড়ালেখা চালিয়ে যান। ১৯২৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ পাস করেন। ১৯২৮ সালে কিছুদিন তিনি ঢাকার ইডেন স্কুলে শিক্ষকতা করেন। একই বছরের সেপ্টেম্বরে স্টেট স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য তিনি ইংল্যান্ড গমন করেন।
বাংলাদেশের মুসলিম নারীদের মধ্যে তিনি হলেন প্রথম স্নাতক ডিগ্রিধারী। লন্ডন থেকে ফিরে কলকাতায় স্কুল ইন্সপেক্টর ছিলেন। এরপর বেথুন কলেজে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। দেশভাগের পর ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এ জন্য তাঁকে বাংলাদেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ হিসেবেও আখ্যায়িত করা হয়।
নারীশিক্ষা ও নারীমুক্তি বিষয়ে সওগাতসহ বিভিন্ন পত্রিকায় তাঁর বিভিন্ন প্রবন্ধ, গল্প প্রকাশিত হয়েছে।
১৯৩০ সালের আগস্টে কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ‘বঙ্গীয় মুসলিম সমাজ-সেবক-সংঘে’র বার্ষিক অধিবেশনে সভাপতি হিসেবে তাঁর বক্তব্যটি নারী জাগরণের মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বেগম ফজিলাতুন্নেসার কাছে প্রেম নিবেদন করে কবি কাজী নজরুল ইসলাম প্রত্যাখ্যাত হয়েছিলেন।
এই বিদূষী নারী ১৯৭৭ সালের ২১ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

ফজিলতুন্নেসা ছিলেন অসম্ভব মেধাবী। সেই মেধার পরিচয় তিনি শৈশবেই দিয়েছিলেন। তাঁর পিতা করোটিয়ার জমিদারবাড়িতে সামান্য বেতনে চাকরি করতেন। প্রাথমিক বিদ্যালয়ের সব পরীক্ষায় তিনি ভালো ফলাফল করেন। পিতার সামর্থ্য না থাকার পরেও তিনি সে সময়ে ঢাকার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় ‘ইডেন স্কুলে’ ভর্তি করে দেন।
এরপর ছিল তাঁর শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। এরপর ১৯২১ সালে ঢাকা বিভাগে প্রথম স্থান লাভ করে ম্যাট্রিকুলেশন পাস করেন। ইডেন কলেজ থেকে আইএ পাস করেন। দুটিতেই সরকারি শিক্ষাবৃত্তি লাভ করেন। এরপর কলকাতার বেথুন কলেজে বিএ ভর্তি হন। সেখানেও তিনি ছিলেন একমাত্র মুসলিম ছাত্রী। সেখান থেকে ১৯২৫ সালে তিনি ডিসটিংশনসহ বিএ পাস করেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার পরিবেশ ছিল না।
তারপরও তিনি অসীম সাহস আর উচ্চশিক্ষা অর্জনের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে পড়ালেখা চালিয়ে যান। ১৯২৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএ পাস করেন। ১৯২৮ সালে কিছুদিন তিনি ঢাকার ইডেন স্কুলে শিক্ষকতা করেন। একই বছরের সেপ্টেম্বরে স্টেট স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য তিনি ইংল্যান্ড গমন করেন।
বাংলাদেশের মুসলিম নারীদের মধ্যে তিনি হলেন প্রথম স্নাতক ডিগ্রিধারী। লন্ডন থেকে ফিরে কলকাতায় স্কুল ইন্সপেক্টর ছিলেন। এরপর বেথুন কলেজে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। দেশভাগের পর ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এ জন্য তাঁকে বাংলাদেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ হিসেবেও আখ্যায়িত করা হয়।
নারীশিক্ষা ও নারীমুক্তি বিষয়ে সওগাতসহ বিভিন্ন পত্রিকায় তাঁর বিভিন্ন প্রবন্ধ, গল্প প্রকাশিত হয়েছে।
১৯৩০ সালের আগস্টে কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ‘বঙ্গীয় মুসলিম সমাজ-সেবক-সংঘে’র বার্ষিক অধিবেশনে সভাপতি হিসেবে তাঁর বক্তব্যটি নারী জাগরণের মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। বেগম ফজিলাতুন্নেসার কাছে প্রেম নিবেদন করে কবি কাজী নজরুল ইসলাম প্রত্যাখ্যাত হয়েছিলেন।
এই বিদূষী নারী ১৯৭৭ সালের ২১ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫