রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় নার্সের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা বিক্ষোভ করলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
অভিযুক্ত নার্স হাফিজা আক্তার (৩৫) ‘সেফ ডেলিভারি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক। তবে ওই হসপিটালে কোনো এমবিবিএস ডাক্তার নেই। স্বামী আবুল হোসেন ও স্ত্রী দুজন সন্তান ডেলিভারির কাজ করেন বলে জানা গেছে। এ দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
জানা গেছে, টেকেরহাট বন্দরের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মাস্টার কলোনি এলাকায় রাকিব (২৬) ও জেয়াসমিন (২৪) দম্পতি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁরা উপজেলার আমগ্রাম এলাকার বসিন্দা। গত রোববার জেয়াসমিনের প্রসব ব্যথা উঠলে রাত সাড়ে ৯টায় সেফ ডেলিভারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হসপিটালের মালিক হাফিজা আক্তার নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে রোগীর বিভিন্ন পরীক্ষা শুরু করেন। পরে বাচ্চা সুস্থ আছে জানিয়ে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়। ৯ হাজার ৫০০ টাকা বিল করা হয়। একপর্যায়ে বাচ্চা অসুস্থ হতে থাকায় বিভিন্ন অজুহাত দেখিয়ে সোমবার দুপুর ১২টায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা হসপিটালের সামনে বিক্ষোভ করলে রাজৈর-শিবচর সার্কেল এএসপি আনিসুর রহমান ও রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনাস্থলে আসেন। বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কথিত ডাক্তার হাফিজা আক্তার বলেন, ‘তাঁরা শিশুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে গেছেন। ঠিকমতো ওষুধ খাওয়াতে ভুল করায় শিশুর মৃত্যু হতে পারে। তবে মীমাংসার চেষ্টা চলছে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
মাদারীপুর সিভিল সার্জন ডা. মনির আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সনদ বিহীন ব্যক্তি এ কাজ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সনদ বিহীন ব্যক্তিদের এ কাজে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

মাদারীপুরের রাজৈর উপজেলায় নার্সের দায়িত্ব অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা বিক্ষোভ করলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
অভিযুক্ত নার্স হাফিজা আক্তার (৩৫) ‘সেফ ডেলিভারি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক। তবে ওই হসপিটালে কোনো এমবিবিএস ডাক্তার নেই। স্বামী আবুল হোসেন ও স্ত্রী দুজন সন্তান ডেলিভারির কাজ করেন বলে জানা গেছে। এ দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
জানা গেছে, টেকেরহাট বন্দরের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মাস্টার কলোনি এলাকায় রাকিব (২৬) ও জেয়াসমিন (২৪) দম্পতি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁরা উপজেলার আমগ্রাম এলাকার বসিন্দা। গত রোববার জেয়াসমিনের প্রসব ব্যথা উঠলে রাত সাড়ে ৯টায় সেফ ডেলিভারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হসপিটালের মালিক হাফিজা আক্তার নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে রোগীর বিভিন্ন পরীক্ষা শুরু করেন। পরে বাচ্চা সুস্থ আছে জানিয়ে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়। ৯ হাজার ৫০০ টাকা বিল করা হয়। একপর্যায়ে বাচ্চা অসুস্থ হতে থাকায় বিভিন্ন অজুহাত দেখিয়ে সোমবার দুপুর ১২টায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা হসপিটালের সামনে বিক্ষোভ করলে রাজৈর-শিবচর সার্কেল এএসপি আনিসুর রহমান ও রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনাস্থলে আসেন। বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কথিত ডাক্তার হাফিজা আক্তার বলেন, ‘তাঁরা শিশুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে গেছেন। ঠিকমতো ওষুধ খাওয়াতে ভুল করায় শিশুর মৃত্যু হতে পারে। তবে মীমাংসার চেষ্টা চলছে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
মাদারীপুর সিভিল সার্জন ডা. মনির আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সনদ বিহীন ব্যক্তি এ কাজ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সনদ বিহীন ব্যক্তিদের এ কাজে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫