ফেনী প্রতিনিধি

ফেনীর পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবনের নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়েছে ছাদ। সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬০ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী সদর উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী পৌরসভার চাড়িপুর এলাকার পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস আগে শুরু হওয়া কাজ অনেকটা এগিয়ে গেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন ও শাহানা আক্তার বলে, ‘মঙ্গলবার দুপুরে ক্লাস চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দে নতুন ওয়াশ ভবনের নিচতলার একটি ছাদ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের মান শুরু থেকে খুবই খারাপ ছিল। ভবনে তিন নম্বর ইট ও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে। বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। ফলস্ ছাদে রডের পরিমাণ কম ছিল। সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করায় নির্মাণের দু’দিন পরই ভেঙে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম স্বপন জানান, তিনি তাঁর কাজে ইট, বালু, সিমেন্ট ও রডসহ সকল উপকরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন। সম্প্রতি মিস্ত্রিদের অবহেলায় একটি ফলস্ ছাদ ভেঙে পড়েছে। সেটি পুনরায় ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। একই সঙ্গে ইটের পূর্বের গাঁথুনিগুলোও ভেঙে নতুন করে করা হচ্ছে।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী সদর কার্যালয়ের উপসচিব-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, সম্প্রতি নিচতলার একটি ফলস্ ছাদ নির্মাণের দুদিন পর ভেঙে পড়েছে। তিনি বিষয়টি জানতে পেরে দ্রুত পুরো ভবনের সকল ছাদ ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন। কলাম, পিলার বিম, ছাদ ও সেপটিক ট্যাংকের কাজ শেষে বর্তমানে ফলস্ ছাদ ও ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ভবনের একটি ফলস্ ছাদ ভেঙে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। ডেপুটেশনে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। দুয়েক দিনের মধ্যে তিনি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।

ফেনীর পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবনের নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়েছে ছাদ। সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬০ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী সদর উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী পৌরসভার চাড়িপুর এলাকার পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস আগে শুরু হওয়া কাজ অনেকটা এগিয়ে গেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন ও শাহানা আক্তার বলে, ‘মঙ্গলবার দুপুরে ক্লাস চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দে নতুন ওয়াশ ভবনের নিচতলার একটি ছাদ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের মান শুরু থেকে খুবই খারাপ ছিল। ভবনে তিন নম্বর ইট ও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে। বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। ফলস্ ছাদে রডের পরিমাণ কম ছিল। সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করায় নির্মাণের দু’দিন পরই ভেঙে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম স্বপন জানান, তিনি তাঁর কাজে ইট, বালু, সিমেন্ট ও রডসহ সকল উপকরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন। সম্প্রতি মিস্ত্রিদের অবহেলায় একটি ফলস্ ছাদ ভেঙে পড়েছে। সেটি পুনরায় ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। একই সঙ্গে ইটের পূর্বের গাঁথুনিগুলোও ভেঙে নতুন করে করা হচ্ছে।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী সদর কার্যালয়ের উপসচিব-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, সম্প্রতি নিচতলার একটি ফলস্ ছাদ নির্মাণের দুদিন পর ভেঙে পড়েছে। তিনি বিষয়টি জানতে পেরে দ্রুত পুরো ভবনের সকল ছাদ ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন। কলাম, পিলার বিম, ছাদ ও সেপটিক ট্যাংকের কাজ শেষে বর্তমানে ফলস্ ছাদ ও ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ভবনের একটি ফলস্ ছাদ ভেঙে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। ডেপুটেশনে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। দুয়েক দিনের মধ্যে তিনি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫