Ajker Patrika

আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম

আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত। এ জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম ও অতিরিক্ত পরিবহন ভাড়াকে।

আবদুর রশিদ নামে পুরান ঢাকার বাবুবাজারের এক পাইকারি চাল ব্যবসায়ী জানান, গত দুই সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম ২ টাকা এবং নাজিরশাইল চাল ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আগে মানভেদে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৫৪-৫৮ টাকা, যা গত বুধবার বিক্রি হয়েছে ৫৪-৬০ টাকায়। আর ৬০ টাকার নাজিরশাইল চাল ৬৪ টাকায় বিক্রি হয়েছে। তবে স্বর্ণা চাল ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

এই ব্যবসায়ীর মতে, ফলন বেশি হওয়ায় কৃষকেরা মাঝারি মানের ধান আবাদে ঝুঁকেছেন। এ বছর নাজিরশাইল ধান আবাদ কম হওয়ায় বাজারে এ চালের সংকট তৈরি হবে। এ কারণে মৌসুমের শুরুতেই দাম বেড়ে যাচ্ছে।

নেত্রকোনার নসীবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়া জানান, ধান আবাদ করে তাঁরা লাভবান হয়েছেন। বর্তমানে প্রতিমণ ধান ৯৫০-৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে তাঁর জমির ধানে প্রায় তিন হাজার টাকার মতো লাভ হয়েছে।

নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা চন্দন জানান, বর্তমানে ধানের দাম বেশি। আমন মৌসুমে আবহাওয়া ভালো থাকে। আর এ কারণে দেশের অবস্থাসম্পন্ন কৃষকেরা ধান মজুত রাখেন।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে চাল মজুত আছে ১২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে ২ লাখ ৮২ হাজার মেট্রিক টন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত