Ajker Patrika

মধুখালীতে ১৬ আওয়ামী লীগ নেতা-কর্মী বহিষ্কার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৫১
মধুখালীতে ১৬ আওয়ামী লীগ নেতা-কর্মী বহিষ্কার

ফরিদপুরের মধুখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরোধিতা করা ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ১৬ নেতা-কর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, বাগাট ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ইউসুফ হোসেন মোল্লা, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আছাদুজ্জামান, প্রচার সম্পাদক মুজিবর রহমান শেখ, ক্রীড়া সম্পাদক সুজিত বসু, সদস্য জাহাঙ্গীর হোসেন বাবু এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু সরদার। জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আক্তার হোসেন, মো. আলী আহম্মাদ, গৌতম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সিদ্বিশ্বর মজুমদার, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আব্দুর রউফ মাতুব্বর, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মো. সোহরাব হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সাকাওয়াত হোসেন ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সুজাদুর রহমান।

এর আগে গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু স্বাক্ষরিত এক পত্রে ১৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত