আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)

দুই বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়ালেখার পাশাপাশি শিথুল হাওলাদার নামে এক শিক্ষার্থী শুরু করেন ছোট্ট একটি গরুর খামার। শখের বশে ইউটিউব থেকে ধারণা নিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ২১টি গরু দিয়ে শুরু করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন মিথুন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো নামের একটি বড় খামার। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু।
জানা যায়, শিথুল হাওলাদার উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের বাসিন্দা এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র। তাঁর বাবা জুয়েল হাওলাদার একজন ব্যবসায়ী। করোনা মহামারিতে ২০১৯ সালের নভেম্বরে বাবার সহযোগিতায় ২০ লাখ টাকা পুঁজি নিয়ে ছোট্ট একটি খামার করে দেশি-বিদেশি ২১টি গরু নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু। এর মধ্যে এবার কোরবানিতে বিক্রির উপযোগী রয়েছে ৫০টি ষাঁড়। প্রতিটির ওজন ২০০ থেকে ৯০০ কেজি, যার মূল্য ৭০ হাজার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। ২৬ শতক জমির ওপর খামারটিতে ২টি শেডে রাখা হয়েছে গরুগুলো। এ ছাড়া ১৫টি দুধের গাভিও রয়েছে তাঁর খামারে। গত বছর কোরবানিতে ৪০টি গরু বিক্রি করে বেশ লাভবান হন তিনি।
খামার ঘুরে দেখা গেছে দেশাল, জার্সি, শাহিওয়াল, ব্রাহামা ও অস্ট্রেলিয়ান গরু। উন্নত মানের শেডে রেখে গরুগুলো লালন-পালন করা হচ্ছে। প্রতিটি গরুর মাথার ওপর ফ্যান রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। মলমূত্র সহজে পরিষ্কার করা যায়।
শিথুলের বাবা মো. জুয়েল হাওলাদার বলেন, ‘আমি খামারটা করি গত ২০১৯ সালের নভেম্বরে। করোনার মধ্যে বাড়িতে থাকা অবস্থায় চিন্তা করলাম কী করা যায়। তখন সিদ্ধান্ত নিলাম গরুর খামার দেওয়া যায়। আমার বড় ছেলের গরুর প্রতি আগ্রহ অনেক। তাই একটা ছোট্ট পরিসরে খামার তৈরি করি। প্রথম বছর ১৭টি এবং দ্বিতীয়বার ৪০টি গরু বিক্রি করে লাভবান হই। এবার ৫০টি গরু প্রস্তুত করছি।’
উদ্যোক্তা শিথুল হাওলাদার বলেন, ‘মা-বাবা দুজনই গুরুত্ব দিয়েছেন আমার ইচ্ছাকে। তাই আমি আজ সফল উদ্যোক্তা।’
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সালাহউদ্দিন বলেন, ‘শিথুল হাওলাদার একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র। তিনি ২ বছর আগে ২১টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। গত কোরবানির ঈদে বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এবার প্রায় ৫০টি গরু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন। তাঁকে দেখে যুবসমাজ এগিয়ে আসবে বলে আমি মনে করি।’

দুই বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়ালেখার পাশাপাশি শিথুল হাওলাদার নামে এক শিক্ষার্থী শুরু করেন ছোট্ট একটি গরুর খামার। শখের বশে ইউটিউব থেকে ধারণা নিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ২১টি গরু দিয়ে শুরু করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন মিথুন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো নামের একটি বড় খামার। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু।
জানা যায়, শিথুল হাওলাদার উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের বাসিন্দা এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র। তাঁর বাবা জুয়েল হাওলাদার একজন ব্যবসায়ী। করোনা মহামারিতে ২০১৯ সালের নভেম্বরে বাবার সহযোগিতায় ২০ লাখ টাকা পুঁজি নিয়ে ছোট্ট একটি খামার করে দেশি-বিদেশি ২১টি গরু নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু। এর মধ্যে এবার কোরবানিতে বিক্রির উপযোগী রয়েছে ৫০টি ষাঁড়। প্রতিটির ওজন ২০০ থেকে ৯০০ কেজি, যার মূল্য ৭০ হাজার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। ২৬ শতক জমির ওপর খামারটিতে ২টি শেডে রাখা হয়েছে গরুগুলো। এ ছাড়া ১৫টি দুধের গাভিও রয়েছে তাঁর খামারে। গত বছর কোরবানিতে ৪০টি গরু বিক্রি করে বেশ লাভবান হন তিনি।
খামার ঘুরে দেখা গেছে দেশাল, জার্সি, শাহিওয়াল, ব্রাহামা ও অস্ট্রেলিয়ান গরু। উন্নত মানের শেডে রেখে গরুগুলো লালন-পালন করা হচ্ছে। প্রতিটি গরুর মাথার ওপর ফ্যান রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। মলমূত্র সহজে পরিষ্কার করা যায়।
শিথুলের বাবা মো. জুয়েল হাওলাদার বলেন, ‘আমি খামারটা করি গত ২০১৯ সালের নভেম্বরে। করোনার মধ্যে বাড়িতে থাকা অবস্থায় চিন্তা করলাম কী করা যায়। তখন সিদ্ধান্ত নিলাম গরুর খামার দেওয়া যায়। আমার বড় ছেলের গরুর প্রতি আগ্রহ অনেক। তাই একটা ছোট্ট পরিসরে খামার তৈরি করি। প্রথম বছর ১৭টি এবং দ্বিতীয়বার ৪০টি গরু বিক্রি করে লাভবান হই। এবার ৫০টি গরু প্রস্তুত করছি।’
উদ্যোক্তা শিথুল হাওলাদার বলেন, ‘মা-বাবা দুজনই গুরুত্ব দিয়েছেন আমার ইচ্ছাকে। তাই আমি আজ সফল উদ্যোক্তা।’
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সালাহউদ্দিন বলেন, ‘শিথুল হাওলাদার একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র। তিনি ২ বছর আগে ২১টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। গত কোরবানির ঈদে বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এবার প্রায় ৫০টি গরু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন। তাঁকে দেখে যুবসমাজ এগিয়ে আসবে বলে আমি মনে করি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫