Ajker Patrika

বাবার হাতে হাতকড়া শিশুর অঝোর কান্না

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ০১
বাবার হাতে হাতকড়া শিশুর অঝোর কান্না

হাতকড়া পরা অবস্থায় শিশু সন্তানকে জড়িয়ে ধরেছেন বাবা, বরগুনার এমন একটি ছবি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার সময় গত সোমবার হাতকড়া পরা অবস্থায় বাবার গলা জড়িয়ে ধরা ওই ছবিটি তোলেন চাচা জুয়েল। গত মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। বুধবার সেই ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ওই শিশুর চাচা জুয়েল বলেন, ‘আমতলী পৌরসভার সবুজবাগ এলাকায় আমার ভাই বাহাদুর খানের বাসা। বাসার পাশের কক্ষে মামাতো ভাই আবু হানিফ বাস করেন। বাহাদুরে শিশু সন্তান আলিফ ও হানিফের শিশু হামিম দুজনের বয়স তিন বছর। তারা সারাক্ষণ এক সঙ্গেই থাকে, খেলাধুলা করে। গত ১০ অক্টোবর দুজনে বাড়ির উঠানে বসে খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চোখে সামান্য আঘাত লেগে আহত হয় হামিম। এরপর আলিফের পরিবার তামিমকে চিকিৎসা করায়। কিন্তু হামিমের মা এতে সন্তুষ্ট না হওয়ায় স্থানীয় ব্যক্তিরা সালিসে বসেন। সেখানে হামিমের চিকিৎসা বাবদ ৮০ হাজার টাকা ধার্য করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে গত ১ নভেম্বর হামিমের মা বাদী হয়ে আলিফের বাবা বাহাদুর খানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক বাকিদের জামিন দিলেও আলিফের বাবা বাহাদুর খানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘শিশুটির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত