Ajker Patrika

ডেঙ্গু কমিটি করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু কমিটি করেছে বিসিবি

দেশে আবার ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু মশা প্রতিরোধে বেশ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। হোয়াটসঅ্যাপে কমিটির সদস্যদের নিয়ে খোলা গ্রুপের নাম ‘বিসিবি ডেঙ্গু কমিটি’।

বিসিবির বিভিন্ন কমিটি থেকে এখানে জনবল যুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে বিসিবির মেডিকেল টিমও আছে এই কমিটিতে। কমিটির মূল পরিচালনা ভার দেওয়া হয়েছে বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগকে। ডেঙ্গু নিয়ে আগে থেকে সতর্কতার অর্থ, অবহেলায় কাউকে মশাবাহিত এই ভাইরাসে যেন আক্রান্ত হতে না হয়। সেই লক্ষ্যে ডেঙ্গু মশার উৎপত্তি রোধে, মাঠ, একাডেমি, বিসিবি চত্বর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে থাকায় ডেঙ্গুর বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিসিবি। যাতে কোনো কর্মকর্তা বা ক্রিকেটার আক্রান্ত না হন। এরই মধ্যে গতকাল পেসার হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। পরে তিনি ফেসবুকে নিজের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিয়ে নিশ্চিত করেছেন তাঁকে নিয়ে আপাতত চিন্তার কিছু নেই।

তবে ডেঙ্গুর লক্ষণ থাকায় গত দুই দিনে এশিয়া কাপের ফিটনেস ক্যাম্পে আসতে পারেননি হাসান। গত ২৮, ২৯ ও ৩০ জুলাই টানা তিন দিন হাসানের রক্ত পরীক্ষা করা হয়। সেখানে স্বাভাবিকের চেয়ে প্লাটিলেট কম ছিল। যদিও এখন অবস্থা উন্নতির দিকে আছে হাসানের। দু-এক দিনের মধ্যে তাঁর ক্যাম্পে যোগ দেওয়ার কথা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত