বগুড়া প্রতিনিধি

ক্রেতা সেজে ফুডপান্ডায় খাবার অর্ডার করেন নূর কবীর শাকিল। অর্ডার অনুযায়ী খাবার পৌঁছে দিতে আসেন ডেলিভারি বয়। তারপর ডেলিভারি বয়ের ফোনে অর্ডার এসএমএস গেছে কি না, কখন গেছে—এসব কথা বলে ফোনটা ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। এভাবেই অভিনব কৌশলে স্মার্টফোন ছিনতাই করতেন শাকিল চক্রের সদস্যরা।
একসময় শাকিল ফুডপান্ডায় ডেলিভারি বয়ের কাজ করতেন। তাঁর মোবাইলও এই কৌশলে ছিনিয়ে নেওয়া হয়। এরপর তিনি ডেলিভারি বয়ের কাজ ছেড়ে এই চোর চক্রের সঙ্গে কাজ শুরু করেন।
শাকিল তাঁর ভাড়া বাসায় বসে এক মোবাইলের যন্ত্রাংশ খুলে অন্য মোবাইলের সঙ্গে সংযুক্ত করে মোবাইলের মালিকানা ও পরিচিতি পরিবর্তন করেন। পরবর্তী সময়ে সেই চোরাই মোবাইলগুলো অনলাইনে এবং সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করেন তাঁর চক্রের সাহায্যে। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের নূর কবীর শাকিল।
এ ঘটনায় ছিনতাই চক্রের হোতা নূর কবীর শাকিলসহ (২৪) আরও দুজনকে আটক করে পুলিশ। আটক অপর দুজন হলেন বগুড়ার শাজাহানপুরের স্বাধীন (২০) এবং সাদী আব্বাসী (২০)।
তিনজনের নামে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ১০টার দিকে জেলার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে তাঁদের আটক করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন হলো, খবর পাওয়া যাচ্ছিল শাজাহানপুরের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে জেলা পুলিশ আটক করে চোর চক্রের ওই তিন সদস্যকে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, একসময় নিজেই ফুডপান্ডার ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন শাকিল। খাবার ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিজের মোবাইল ফোনটি হারিয়েছিলেন। পরে ডেলিভারি বয়ের কাজ ছেড়ে দিয়ে নিজেই শুরু করেন অভিনব এই কৌশলে মোবাইল ছিনতাই। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে বিভিন্ন জায়গায় গ্রাহকদের ডেকে স্মার্টফোন ছিনিয়ে নেয় চক্রটি। এ ছাড়া নানা কৌশলে মোবাইল ছিনতাই এবং চুরি করে থাকেন চক্রের সদস্যরা।
পুলিশ সুপার আরও বলেন, তাঁদের দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদরের জামিলনগর দক্ষিণপাড়ায় ওই চক্রের হোতা নূর কবীর শাকিলের ভাড়া বাসায় তল্লাশি করে একটি ফুডপান্ডার খাবারের ব্যাগ থেকে চোরাই ও ছিনতাই করা ৩টি আইফোন, ৩৩টি আইফোনের সামনের ও পেছনের অংশ এবং আইফোনের ভেতরের ৬০টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ক্রেতা সেজে ফুডপান্ডায় খাবার অর্ডার করেন নূর কবীর শাকিল। অর্ডার অনুযায়ী খাবার পৌঁছে দিতে আসেন ডেলিভারি বয়। তারপর ডেলিভারি বয়ের ফোনে অর্ডার এসএমএস গেছে কি না, কখন গেছে—এসব কথা বলে ফোনটা ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। এভাবেই অভিনব কৌশলে স্মার্টফোন ছিনতাই করতেন শাকিল চক্রের সদস্যরা।
একসময় শাকিল ফুডপান্ডায় ডেলিভারি বয়ের কাজ করতেন। তাঁর মোবাইলও এই কৌশলে ছিনিয়ে নেওয়া হয়। এরপর তিনি ডেলিভারি বয়ের কাজ ছেড়ে এই চোর চক্রের সঙ্গে কাজ শুরু করেন।
শাকিল তাঁর ভাড়া বাসায় বসে এক মোবাইলের যন্ত্রাংশ খুলে অন্য মোবাইলের সঙ্গে সংযুক্ত করে মোবাইলের মালিকানা ও পরিচিতি পরিবর্তন করেন। পরবর্তী সময়ে সেই চোরাই মোবাইলগুলো অনলাইনে এবং সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করেন তাঁর চক্রের সাহায্যে। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের নূর কবীর শাকিল।
এ ঘটনায় ছিনতাই চক্রের হোতা নূর কবীর শাকিলসহ (২৪) আরও দুজনকে আটক করে পুলিশ। আটক অপর দুজন হলেন বগুড়ার শাজাহানপুরের স্বাধীন (২০) এবং সাদী আব্বাসী (২০)।
তিনজনের নামে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ১০টার দিকে জেলার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে তাঁদের আটক করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন হলো, খবর পাওয়া যাচ্ছিল শাজাহানপুরের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে জেলা পুলিশ আটক করে চোর চক্রের ওই তিন সদস্যকে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, একসময় নিজেই ফুডপান্ডার ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন শাকিল। খাবার ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিজের মোবাইল ফোনটি হারিয়েছিলেন। পরে ডেলিভারি বয়ের কাজ ছেড়ে দিয়ে নিজেই শুরু করেন অভিনব এই কৌশলে মোবাইল ছিনতাই। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে বিভিন্ন জায়গায় গ্রাহকদের ডেকে স্মার্টফোন ছিনিয়ে নেয় চক্রটি। এ ছাড়া নানা কৌশলে মোবাইল ছিনতাই এবং চুরি করে থাকেন চক্রের সদস্যরা।
পুলিশ সুপার আরও বলেন, তাঁদের দেওয়া তথ্য অনুসারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদরের জামিলনগর দক্ষিণপাড়ায় ওই চক্রের হোতা নূর কবীর শাকিলের ভাড়া বাসায় তল্লাশি করে একটি ফুডপান্ডার খাবারের ব্যাগ থেকে চোরাই ও ছিনতাই করা ৩টি আইফোন, ৩৩টি আইফোনের সামনের ও পেছনের অংশ এবং আইফোনের ভেতরের ৬০টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫