সিলেট সংবাদদাতা

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই মৃতের সংখ্যাও বাড়ছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ দিন দিন ভয়ংকর রূপ ধারণ করলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নগরবাসীর। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখাসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করলেও বেশির ভাগ মানুষই তা মানছেন না।
সরেজমিনে দেখা যায়, নগরীর বাজার-হাট, শপিংমল, বাসস্ট্যান্ড, অফিস-আদালত কোথাও বিধিনিষেধ মানার বালাই নেই। দু-একজন মাস্ক পড়লেও বেশির ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেন না। সবাই গাঁ ঘেঁষে চলাফেরা করেন। বিধিনিষেধের পর যেন বিয়ে, জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠানের চাপ আরও বেড়ে গেছে।
নগরীর মদিনা মার্কেটে বাজার করতে আসা ফাতেমা সুলতানা বলেন, ‘করোনা নিয়ে আর ভয় নেই। করোনা আমাদের কিছু করতে পারবে না। এখন ঘরে ঘরে মানুষের সর্দি, জ্বর, কাশি।’
এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪২ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩৫, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ১১১ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৩৮৮ জন। এ সময় মারা গেছেন দুজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনার সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক শূন্য ৫। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯১ জন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই মৃতের সংখ্যাও বাড়ছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ দিন দিন ভয়ংকর রূপ ধারণ করলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নগরবাসীর। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখাসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করলেও বেশির ভাগ মানুষই তা মানছেন না।
সরেজমিনে দেখা যায়, নগরীর বাজার-হাট, শপিংমল, বাসস্ট্যান্ড, অফিস-আদালত কোথাও বিধিনিষেধ মানার বালাই নেই। দু-একজন মাস্ক পড়লেও বেশির ভাগ মানুষ মাস্ক ব্যবহার করেন না। সবাই গাঁ ঘেঁষে চলাফেরা করেন। বিধিনিষেধের পর যেন বিয়ে, জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠানের চাপ আরও বেড়ে গেছে।
নগরীর মদিনা মার্কেটে বাজার করতে আসা ফাতেমা সুলতানা বলেন, ‘করোনা নিয়ে আর ভয় নেই। করোনা আমাদের কিছু করতে পারবে না। এখন ঘরে ঘরে মানুষের সর্দি, জ্বর, কাশি।’
এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪২ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩৫, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ১১১ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৩৮৮ জন। এ সময় মারা গেছেন দুজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনার সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক শূন্য ৫। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯১ জন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫