মনজুরুল ইসলাম, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জন্য বড় একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে রানওয়ের অ্যাপ্রোচে থাকা বহুতল ছয়টি ভবন। বিমানবন্দরের রানওয়ে-১৪ অ্যাপ্রোচ ফানেলের পাশে (উত্তরাসংলগ্ন) অবস্থিত এ ভবনগুলো প্রিয়াংকা হাউজিং সিটির।
আবাসন প্রতিষ্ঠানটি এসব ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অবৈধভাবে গড়ে ওঠা এসব ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি বেবিচকের পরিদর্শনে প্রিয়াংকা হাউজিং সিটির ৬টি বহুতল ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনের চেয়ে দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর মধ্যে ১ নম্বর রোডের ২৬ নম্বর প্লটে ৩৫ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ৯ নম্বর প্লটে ৩৬ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ১৩ নম্বর প্লটে ৪৬ ফুটের (চারতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা), ১৩ নম্বর প্লটে ৪৪ ফুটের অনুমোদন নিয়ে ৯০ ফুট, ৩৬ নম্বর প্লটে মাত্র ৫৬ ফুটের (পাঁচতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা) উচ্চতায় ভবন নির্মাণ করছে প্রিয়াংকা হাউজিং। এ ছাড়াও ৩ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে ৭৩ ফুটের (ছয়তলার) অনুমোদন নিয়ে ১১০ ফুট (দশতলা) ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৩০ নম্বর প্লটের ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা ভবনগুলোর বিষয়টি অবহিত করে গত মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, উত্তরায় প্রিয়াংকা সিটি হাউজিংয়ের ১ নম্বর রোডের প্লট নম্বর ৯, ১৩, ২৬, ৩০ ও ৩৬ এবং রোড নম্বর ৩-এর ৫১ নম্বর প্লটগুলো ওএলএসের (অবস্ট্যাকল লিমিটেশন সার্ফেস) অনুসারী প্রাপ্য উচ্চতার চেয়ে বেশি করা হয়েছে। উল্লেখ্য, ওএলএস বলতে মূলত উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণের আশপাশের স্থাপনা-সংক্রান্ত নির্দেশনাকে বোঝায়।
এদিকে প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতার ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেবিচকের পরিচালককেও (সিএনএস) নির্দেশনা দিয়েছেন বেবিচক চেয়ারম্যান। নির্দেশনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে নিয়মবহির্ভূত ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ প্রসঙ্গে বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এরই মধ্যে ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। এরপরও তাঁরা যদি কোনো উদ্যোগ না নেয়, তবে পরবর্তী সময়ে বিকল্প ব্যবস্থায় ভবন অপসারণ করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জন্য বড় একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে রানওয়ের অ্যাপ্রোচে থাকা বহুতল ছয়টি ভবন। বিমানবন্দরের রানওয়ে-১৪ অ্যাপ্রোচ ফানেলের পাশে (উত্তরাসংলগ্ন) অবস্থিত এ ভবনগুলো প্রিয়াংকা হাউজিং সিটির।
আবাসন প্রতিষ্ঠানটি এসব ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অবৈধভাবে গড়ে ওঠা এসব ভবনের অনুমোদনহীন অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি বেবিচকের পরিদর্শনে প্রিয়াংকা হাউজিং সিটির ৬টি বহুতল ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনের চেয়ে দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর মধ্যে ১ নম্বর রোডের ২৬ নম্বর প্লটে ৩৫ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ৯ নম্বর প্লটে ৩৬ ফুটের (তিনতলা) অনুমোদন নিয়ে ৮০ ফুট (সাততলা), ১৩ নম্বর প্লটে ৪৬ ফুটের (চারতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা), ১৩ নম্বর প্লটে ৪৪ ফুটের অনুমোদন নিয়ে ৯০ ফুট, ৩৬ নম্বর প্লটে মাত্র ৫৬ ফুটের (পাঁচতলা) অনুমোদন নিয়ে ৯০ ফুট (আটতলা) উচ্চতায় ভবন নির্মাণ করছে প্রিয়াংকা হাউজিং। এ ছাড়াও ৩ নম্বর রোডের ৫১ নম্বর প্লটে ৭৩ ফুটের (ছয়তলার) অনুমোদন নিয়ে ১১০ ফুট (দশতলা) ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৩০ নম্বর প্লটের ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতায় নির্মাণ করা ভবনগুলোর বিষয়টি অবহিত করে গত মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, উত্তরায় প্রিয়াংকা সিটি হাউজিংয়ের ১ নম্বর রোডের প্লট নম্বর ৯, ১৩, ২৬, ৩০ ও ৩৬ এবং রোড নম্বর ৩-এর ৫১ নম্বর প্লটগুলো ওএলএসের (অবস্ট্যাকল লিমিটেশন সার্ফেস) অনুসারী প্রাপ্য উচ্চতার চেয়ে বেশি করা হয়েছে। উল্লেখ্য, ওএলএস বলতে মূলত উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণের আশপাশের স্থাপনা-সংক্রান্ত নির্দেশনাকে বোঝায়।
এদিকে প্রিয়াংকা হাউজিং সিটিতে অনুমোদনের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতার ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেবিচকের পরিচালককেও (সিএনএস) নির্দেশনা দিয়েছেন বেবিচক চেয়ারম্যান। নির্দেশনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে নিয়মবহির্ভূত ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ প্রসঙ্গে বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এরই মধ্যে ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। এরপরও তাঁরা যদি কোনো উদ্যোগ না নেয়, তবে পরবর্তী সময়ে বিকল্প ব্যবস্থায় ভবন অপসারণ করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫