Ajker Patrika

ভেড়ামারায় দোকানে আগুন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ০৮
ভেড়ামারায় দোকানে   আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে একটি কসমেটিকসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের মালামাল পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিক। গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় শহরের বাসস্ট্যান্ডের কসমেটিকস মার্কেটের মাহবুব হাসানের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে আগুনের সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের কর্মীরা বড় ধরনের অগ্নিকাণ্ডের আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে কসমেটিকস মার্কেটসহ আশপাশের মার্কেটের দোকানগুলো।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় দশ লাখ টাকার মালামালের আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ করে।

দোকানের মালিক মাহবুব হাসান বলেন, বড় ক্ষতির হাত থেকে আমিসহ মার্কেটের ব্যবসায়ীরা রক্ষা পেয়েছেন। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত