বরুড়া প্রতিনিধি

কুমিল্লা জেলার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ স্থান চণ্ডীমুড়া মন্দির। জেলার বরুড়া ও লালমাই উপজেলার মধ্যবর্তী সীমান্তে চণ্ডী মুড়া পাহাড়ের ১৫০ ফুট উঁচু ঢিবির ওপর ঐতিহাসিক এ মন্দিরটি নির্মিত হয়।
সপ্তম শতাব্দীতে নির্মিত এ মন্দিরে বর্তমানে পূজা অর্চনা করা হয়। পাশাপাশি ইতিহাস ও স্থাপত্য সৌন্দর্যের কারণে অনেক পর্যটক এখানে ভিড় জমান। এ মন্দিরের প্রবেশ পথে রয়েছে ১৮০টি সিঁড়ি। সিঁড়ির শেষ মাথায় মন্দিরের প্রধান প্রবেশপথ। ১৫০ ফুট উঁচু ঢিবির ওপর এটি অবস্থিত।
এ ছাড়া প্রতি শুক্রবার সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। মন্দিরের বিপরীত পাশে একটি দুতিয়া দিঘি রয়েছে। শিব চর্তুর দর্শী উপলক্ষে প্রতি বছর গঙ্গা স্নান করা হয়। শিব চর্তুর দর্শী উৎসবকে কেন্দ্র করে হাজার সনাতন ধর্মের মানুষেরা ভিড় করেন।
হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, বরুড়া উপজেলার ঘোষণা গ্রামের বাসিন্দা শ্রী মত স্বামী আত্নানন্দ গিরি মহারাজ (সাবেক মনিন্দ্র দাস) স্বপ্নাদিষ্ট হয়ে পুনরায় মন্দিরটি সংস্কার করেন।
জানা গেছে, সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেব খড়গ স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তাঁর স্মৃতিকে অমর করে রাখতে শ্রীশ্রী চণ্ডী মন্দির ও পাশে শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চণ্ডী মন্দিরে সরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা অর্চনা করা হতো।
সম্প্রতি বিভিন্ন উৎসবে এ মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এ ছাড়াও মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি ভবন যেগুলো ধর্মীয় আচার ও আলোচনার কাজে ব্যবহার করা হয়। মন্দিরে ওঠার সিঁড়ির পাশে রয়েছে আরও একটি নট মন্দির। এ ছাড়া মন্দিরের গায়ে পাওয়া শিলালিপি রয়েছে। অনেকের বিশ্বাস, হিন্দু ধর্মের আবির্ভাবের পূর্বে মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বাইরের নকশা ও ডিজাইন পর্যটকদের আকৃষ্ট করে।

কুমিল্লা জেলার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ স্থান চণ্ডীমুড়া মন্দির। জেলার বরুড়া ও লালমাই উপজেলার মধ্যবর্তী সীমান্তে চণ্ডী মুড়া পাহাড়ের ১৫০ ফুট উঁচু ঢিবির ওপর ঐতিহাসিক এ মন্দিরটি নির্মিত হয়।
সপ্তম শতাব্দীতে নির্মিত এ মন্দিরে বর্তমানে পূজা অর্চনা করা হয়। পাশাপাশি ইতিহাস ও স্থাপত্য সৌন্দর্যের কারণে অনেক পর্যটক এখানে ভিড় জমান। এ মন্দিরের প্রবেশ পথে রয়েছে ১৮০টি সিঁড়ি। সিঁড়ির শেষ মাথায় মন্দিরের প্রধান প্রবেশপথ। ১৫০ ফুট উঁচু ঢিবির ওপর এটি অবস্থিত।
এ ছাড়া প্রতি শুক্রবার সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। মন্দিরের বিপরীত পাশে একটি দুতিয়া দিঘি রয়েছে। শিব চর্তুর দর্শী উপলক্ষে প্রতি বছর গঙ্গা স্নান করা হয়। শিব চর্তুর দর্শী উৎসবকে কেন্দ্র করে হাজার সনাতন ধর্মের মানুষেরা ভিড় করেন।
হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, বরুড়া উপজেলার ঘোষণা গ্রামের বাসিন্দা শ্রী মত স্বামী আত্নানন্দ গিরি মহারাজ (সাবেক মনিন্দ্র দাস) স্বপ্নাদিষ্ট হয়ে পুনরায় মন্দিরটি সংস্কার করেন।
জানা গেছে, সপ্তম শতাব্দীতে বৌদ্ধ রাজা দেব খড়গ স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তাঁর স্মৃতিকে অমর করে রাখতে শ্রীশ্রী চণ্ডী মন্দির ও পাশে শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চণ্ডী মন্দিরে সরস্বতী ও শিব মন্দিরে শিবকে স্থাপন করে দুজনের আলাদা আলাদা পূজা অর্চনা করা হতো।
সম্প্রতি বিভিন্ন উৎসবে এ মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এ ছাড়াও মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি ভবন যেগুলো ধর্মীয় আচার ও আলোচনার কাজে ব্যবহার করা হয়। মন্দিরে ওঠার সিঁড়ির পাশে রয়েছে আরও একটি নট মন্দির। এ ছাড়া মন্দিরের গায়ে পাওয়া শিলালিপি রয়েছে। অনেকের বিশ্বাস, হিন্দু ধর্মের আবির্ভাবের পূর্বে মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বাইরের নকশা ও ডিজাইন পর্যটকদের আকৃষ্ট করে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫