কৃষ্ণ কর্মকার, বাউফল

অগ্রহায়ণের প্রথম দিন থেকেই পটুয়াখালীর বাউফল উপজেলার কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। মাটি ও গোবর গুলিয়ে কিষানিরা বাড়ির উঠান ও ধানের গোলা লেপে পরিপাটি করেছেন। ধান কেটে আনা হবে বাড়ির আঙিনায়। ব্যস্ত কৃষক পরিবারের সদস্যেরা। নতুন ধানের আঁটি উঠানে আসার পরই তা মাড়াই করে রোদে শুকানো হয। তারপর চালকলে দিয়ে আতপ চাল আনা হয় । পরে ওই আতপ চাল ঢেঁকি বা জাঁতায় পিষে গুঁড়ি করবেন কিষানিরা। সন্ধ্যা হলেই কিষানিরা চালের গুঁড়ি নিয়ে রান্না ঘরে বসে পড়বেন নানা পিঠা পায়েস তৈরিতে।
দিনভর গতর খাঁটিয়ে কৃষক বসে যাবেন বৈঠকখানা অথবা ওঠোনের এক কোণে। চলবে জারি শারি গান। ভেতর থেকে ততক্ষণ বাতাসে পিঠা পায়েসের ঘ্রাণ ছড়িয়ে পড়বে। বাড়ির ছোট ছেলেমেয়েরা পিঠাপুলির স্বাদ উপভোগ করবে। কিষানিরা গুনগুন করে গান গাইবেন। অগ্রহায়ণ এলেই এ যেন উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের এটাই নবান্নের চিত্র।
সরেজমিনে উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ধান কাটার উৎসব চলছে। কৃষক-কৃষাণী বসে নেই কেউ। পিঠা-পায়েসসহ নবান্নের আয়োজনে কেউবা ধান কাটছেন, কেউ করছেন মাড়াই। গৃহবধূরা ধান সিদ্ধ করে আতপ চাল ঢেঁকি কিংবা জাঁতায় গুঁড়ি করছেন।
নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে আয়েশা আক্তার ঢেঁকিতে নতুন ধানের চাল থেকে গুঁড়ি করছিলেন। জিজ্ঞেস করতেই বলেন, ‘নতুন ধানের নতুন চাল। নবান্নের দিনে পিঠা পায়েস খাব।’
চরকান্দা গ্রামের কৃষক বাদল মিয়া বলেন, ‘একই দিনে গ্রামের সবাই মিলে নবান্ন উৎসবের আয়োজনে খুব মজা হয়। নবান্নের দিনে নতুন ধানের পিঠা-পায়েসসহ ভালো খাবারের আয়োজন হয়।’
উপজেলার প্রবীণ সাংস্কৃতিক কর্মী অমল সাহা বলেন, ‘এই নবান্নের উৎসব শুধু কৃষক পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতিটা ঘরে ঘরেই নবান্নের উৎসব হতো। সাংস্কৃতিক সংগঠনগুলো নবান্ন উৎসব উদ্যাপন করত। এখন আর উপজেলার সংগঠনগুলো এ উৎসব করে না। তবে কৃষক পরিবারগুলো চিরাচরিত সে নিয়মেই উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব উদ্যাপন করেন।’

অগ্রহায়ণের প্রথম দিন থেকেই পটুয়াখালীর বাউফল উপজেলার কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। মাটি ও গোবর গুলিয়ে কিষানিরা বাড়ির উঠান ও ধানের গোলা লেপে পরিপাটি করেছেন। ধান কেটে আনা হবে বাড়ির আঙিনায়। ব্যস্ত কৃষক পরিবারের সদস্যেরা। নতুন ধানের আঁটি উঠানে আসার পরই তা মাড়াই করে রোদে শুকানো হয। তারপর চালকলে দিয়ে আতপ চাল আনা হয় । পরে ওই আতপ চাল ঢেঁকি বা জাঁতায় পিষে গুঁড়ি করবেন কিষানিরা। সন্ধ্যা হলেই কিষানিরা চালের গুঁড়ি নিয়ে রান্না ঘরে বসে পড়বেন নানা পিঠা পায়েস তৈরিতে।
দিনভর গতর খাঁটিয়ে কৃষক বসে যাবেন বৈঠকখানা অথবা ওঠোনের এক কোণে। চলবে জারি শারি গান। ভেতর থেকে ততক্ষণ বাতাসে পিঠা পায়েসের ঘ্রাণ ছড়িয়ে পড়বে। বাড়ির ছোট ছেলেমেয়েরা পিঠাপুলির স্বাদ উপভোগ করবে। কিষানিরা গুনগুন করে গান গাইবেন। অগ্রহায়ণ এলেই এ যেন উপজেলার প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের এটাই নবান্নের চিত্র।
সরেজমিনে উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ধান কাটার উৎসব চলছে। কৃষক-কৃষাণী বসে নেই কেউ। পিঠা-পায়েসসহ নবান্নের আয়োজনে কেউবা ধান কাটছেন, কেউ করছেন মাড়াই। গৃহবধূরা ধান সিদ্ধ করে আতপ চাল ঢেঁকি কিংবা জাঁতায় গুঁড়ি করছেন।
নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে আয়েশা আক্তার ঢেঁকিতে নতুন ধানের চাল থেকে গুঁড়ি করছিলেন। জিজ্ঞেস করতেই বলেন, ‘নতুন ধানের নতুন চাল। নবান্নের দিনে পিঠা পায়েস খাব।’
চরকান্দা গ্রামের কৃষক বাদল মিয়া বলেন, ‘একই দিনে গ্রামের সবাই মিলে নবান্ন উৎসবের আয়োজনে খুব মজা হয়। নবান্নের দিনে নতুন ধানের পিঠা-পায়েসসহ ভালো খাবারের আয়োজন হয়।’
উপজেলার প্রবীণ সাংস্কৃতিক কর্মী অমল সাহা বলেন, ‘এই নবান্নের উৎসব শুধু কৃষক পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতিটা ঘরে ঘরেই নবান্নের উৎসব হতো। সাংস্কৃতিক সংগঠনগুলো নবান্ন উৎসব উদ্যাপন করত। এখন আর উপজেলার সংগঠনগুলো এ উৎসব করে না। তবে কৃষক পরিবারগুলো চিরাচরিত সে নিয়মেই উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব উদ্যাপন করেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫