Ajker Patrika

চেয়ারম্যানের বিচারের দাবিতে মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১১
চেয়ারম্যানের বিচারের দাবিতে মিছিল

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। ধর্ষণ মামলায় বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে ঝাড়ু মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, চাকরি ও বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের ঘটনায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ধর্ষণে সহযোগিতা করায় মোর্শেদা বেগম নামের এক নারীকেও আসামি করেন ভুক্তভোগী ওই নারী। চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ধর্ষক চেয়ারম্যানকে পদ থেকে বহিষ্কার এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাত-আট মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্রে তাঁকে ঢাকায় চাকরি ও বিয়ে কথা বলে গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে যান চেয়ারম্যান আক্তারুজ্জামান। ওই সময় তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ ৬ জানুয়ারি মামলার ২ নম্বর আসামি এক নারীর দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে যান চেয়ারম্যান।

আসামি মোর্শেদা বেগমকে ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত