Ajker Patrika

প্রতিবন্ধী ফারহানের ছবি সম্মানী পাচ্ছে লাখ টাকা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২: ০৩
প্রতিবন্ধী ফারহানের ছবি সম্মানী পাচ্ছে লাখ টাকা

বাগেরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারহান খানের (১৯) আঁকা ছবি বাংলা নববর্ষ ১৪২৯ এবং পবিত্র ঈদুল ফিতর-২০২২ এর শুভেচ্ছা কার্ডে ছাপা হয়। এই ছবির সম্মানী হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা দেওয়া হবে ফারহানকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সম্মানীর কথা জানানো হয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর ফারহানের এমন সফলতায় আনন্দের জোয়ারে ভাসছেন মামা-বাবা ও স্বজনরা। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইড লাইন পেলে বিশ্বমানের চিত্রকর হওয়ার সম্ভাবনা রয়েছে ফারহানের।

ফারহান খান বাগেরহাট শহরের কেবি বাজার এলাকার মো. মোশারেফ খান ও রেক্সোনার ছোট ছেলে। বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়ে সে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তার দারুণ সখ্য রয়েছে। তবে বাক্ ও শ্রবণশক্তি না থাকার পাশাপাশি শারীরিকভাবেও কিছুটা দুর্বল সে। তাই সবসময় ছেলের সঙ্গে সঙ্গে থাকতে হয় মাকে।

বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপান্বিতা পাল বলেন, ‘ফারহান অনেক শান্তশিষ্ট একটি ছেলে। শেখার আগ্রহ অনেক। ওর পুরস্কার পাওয়ায় আমরা সবাই অনেক খুশি। ভালো কোনো চিত্রকরের মাধ্যমে ছবি আঁকা শেখানো গেলে ফারহান অনেক ভালো করতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত