চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ দেশি প্রজাতির মাছ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষে তাঁরা হাটে-বাজারে, মাঠে-ঘাটে, নদী-খালে ও বিলে কাজ করে যাচ্ছেন। অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন বিপুল পরিমাণ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল ভেষাল ও কারেন্ট জাল।
তাঁদের এসব কার্যক্রমে শুধু দেশি প্রজাতির মাছ রক্ষা নয়, নদী ও খালের পানি প্রবাহেও কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় অভিজ্ঞজনেরা।
উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, এ উপজেলায় মধুমতি, বলেশ্বর ও চিত্রা নদীসহ ৫৫ টি খাল এবং মাছুয়ারকুল, শকুনিয়া, রুইয়ারকুল, খাগড়াবুনিয়া ও বারাশিয়ার বিল রয়েছে। তিনটি নদীর আয়তন ৩ হাজার ১৮৬ একর, ৫০ টি খালের আয়তন ১ হাজার ২৮৭ একর ও চারটি বিলের আয়তন ৩৪৬ একর। এখানে ৭ হাজার ৫০০ জন মৎস্যচাষি ও ২ হাজার ২ জন মৎস্যজীবী এবং ২টি মৎস্য গ্রাম রয়েছে।
এসব জলাশয়ে শিং, মাগুর, শোল, টাকি, পুঁটি, স্বর পুঁটি, বাইন, রয়না, ট্যাংরা, পটকা (টেপা), চিংড়ি, খলিশা, চান্দা, চেলা, চুচড়া, কৈ ও গজারসহ কমপক্ষে ৫০ প্রজাতির দেশি মাছ হয়।
এক শ্রেণির মানুষ মাছ শিকারের নামে এসব দেশি মাছের বংশবিস্তার রোধ ও ধ্বংস করছে। তারাঁ মাছ শিকারের জন্য সরকার নিষিদ্ধ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল, ভেষাল ও কারেন্ট জালসহ বিভিন্ন কিছু অবলম্বন করেন।
তাঁদের নানা শিকারি কৌশল থেকে দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সচেতনতামূলক কর্মশালা, প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
চিতলমারী উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও ক্ষেত্র সহকারী পলাশ হালদার বলেন, ‘দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও আমারা মিলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা ১৮ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযানে জরিমানা করা হয়েছে ৩১ হাজার টাকা। এ ছাড়া ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, ২৫০টি চরপাটা৩৫টি ভেষাল জাল ও নানা প্রকার মাছ শিকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ দেশি প্রজাতির মাছ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষে তাঁরা হাটে-বাজারে, মাঠে-ঘাটে, নদী-খালে ও বিলে কাজ করে যাচ্ছেন। অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন বিপুল পরিমাণ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল ভেষাল ও কারেন্ট জাল।
তাঁদের এসব কার্যক্রমে শুধু দেশি প্রজাতির মাছ রক্ষা নয়, নদী ও খালের পানি প্রবাহেও কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় অভিজ্ঞজনেরা।
উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, এ উপজেলায় মধুমতি, বলেশ্বর ও চিত্রা নদীসহ ৫৫ টি খাল এবং মাছুয়ারকুল, শকুনিয়া, রুইয়ারকুল, খাগড়াবুনিয়া ও বারাশিয়ার বিল রয়েছে। তিনটি নদীর আয়তন ৩ হাজার ১৮৬ একর, ৫০ টি খালের আয়তন ১ হাজার ২৮৭ একর ও চারটি বিলের আয়তন ৩৪৬ একর। এখানে ৭ হাজার ৫০০ জন মৎস্যচাষি ও ২ হাজার ২ জন মৎস্যজীবী এবং ২টি মৎস্য গ্রাম রয়েছে।
এসব জলাশয়ে শিং, মাগুর, শোল, টাকি, পুঁটি, স্বর পুঁটি, বাইন, রয়না, ট্যাংরা, পটকা (টেপা), চিংড়ি, খলিশা, চান্দা, চেলা, চুচড়া, কৈ ও গজারসহ কমপক্ষে ৫০ প্রজাতির দেশি মাছ হয়।
এক শ্রেণির মানুষ মাছ শিকারের নামে এসব দেশি মাছের বংশবিস্তার রোধ ও ধ্বংস করছে। তারাঁ মাছ শিকারের জন্য সরকার নিষিদ্ধ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল, ভেষাল ও কারেন্ট জালসহ বিভিন্ন কিছু অবলম্বন করেন।
তাঁদের নানা শিকারি কৌশল থেকে দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সচেতনতামূলক কর্মশালা, প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
চিতলমারী উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও ক্ষেত্র সহকারী পলাশ হালদার বলেন, ‘দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও আমারা মিলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা ১৮ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযানে জরিমানা করা হয়েছে ৩১ হাজার টাকা। এ ছাড়া ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, ২৫০টি চরপাটা৩৫টি ভেষাল জাল ও নানা প্রকার মাছ শিকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫