হারুনুর রশিদ, রায়পুরা

নরসিংদীর রায়পুরার উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩০০ মিটার অংশ কাঁচা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়। এতে ভোগান্তিতে পড়েন আশপাশের ১০ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন নামের এই রাস্তাটিতে দুই বছর ধরে সংস্কার ও পাকা করার নামে বিভিন্ন সময়ে খোঁড়াখুঁড়ি করা হয়েছে। কিন্তু সংস্কার বা পাকা করা হয়নি। তাঁদের দাবি দ্রুত রাস্তাটি পাকা করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। এ মাসেই আবার দরপত্র আহ্বান করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩00 মিটার অংশ কাঁচা। এই রাস্তা পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয় প্রায় দুবছর আগে। এরপর ঠিকাদার রাস্তাটি পাকা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সীমানা জটিলতার কারণে কিছুদিন পর আটকে যায় কাজ। এবং একপর্যায়ে দরপত্র বাতিল করা হয়।
স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস বলেন, বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন গর্তে কাঁদা পানি আটকে যায়। তখন যানবাহন দূরের কথা, হেঁটেও যাতায়াত করা যায় না।
উত্তর বাখরনগর ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।’
উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। আশা করছি এ মাসেই দরপত্র আহ্বান করা হবে।’

নরসিংদীর রায়পুরার উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩০০ মিটার অংশ কাঁচা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়। এতে ভোগান্তিতে পড়েন আশপাশের ১০ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন নামের এই রাস্তাটিতে দুই বছর ধরে সংস্কার ও পাকা করার নামে বিভিন্ন সময়ে খোঁড়াখুঁড়ি করা হয়েছে। কিন্তু সংস্কার বা পাকা করা হয়নি। তাঁদের দাবি দ্রুত রাস্তাটি পাকা করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। এ মাসেই আবার দরপত্র আহ্বান করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাহেবনগর থেকে উত্তরবাখরনগর বাজার পর্যন্ত রাস্তার প্রায় ১ হাজার ৩00 মিটার অংশ কাঁচা। এই রাস্তা পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয় প্রায় দুবছর আগে। এরপর ঠিকাদার রাস্তাটি পাকা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সীমানা জটিলতার কারণে কিছুদিন পর আটকে যায় কাজ। এবং একপর্যায়ে দরপত্র বাতিল করা হয়।
স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস বলেন, বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন গর্তে কাঁদা পানি আটকে যায়। তখন যানবাহন দূরের কথা, হেঁটেও যাতায়াত করা যায় না।
উত্তর বাখরনগর ইউপির চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।’
উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘রাস্তাটির কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দরপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। আশা করছি এ মাসেই দরপত্র আহ্বান করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫