Ajker Patrika

মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ১২
মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে প্রথমবারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো জাকারিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভাপতি সামিনা সুলতানা। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিকাবদারসহ পুনাকের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো জাকারিয়া জানান, পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকরাও কেনাকাটার করতে পারবেন। পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য থাকছে নানা আয়োজন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মেলা থেকে পাওয়া অর্থ পুলিশের নারী সদস্যেদের উন্নয়নে ব্যয় করা হবে।

পুনাক সভাপতি সামিনা সুলতানা জানান, পুনাক সব সময় সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে গত তিন দশক ধরে। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত