Ajker Patrika

নরসিংদীতে ২৩ নমুনা পরীক্ষা শনাক্ত দুই

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
নরসিংদীতে ২৩ নমুনা পরীক্ষা শনাক্ত দুই

নরসিংদীতে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

গতকাল মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪২২ জনে।

সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় মোট ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় দুজন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজন সদর উপজেলার বাসিন্দা। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এখন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬ জন। জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ১৫। সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত ৫৯ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১১১ জন, রায়পুরাতে ৬১৫ জন, বেলাবতে ৭৩৭ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১০ জন, পলাশে ১ হাজার ৬৫২ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় আটজন, বেলাবতে নয়জন, মনোহরদীতে ১১ জন, শিবপুরে নয়জন, পলাশে ১২ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত