নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সময়মতো এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে বিদেশি উৎস থেকে ভোজ্যতেল এবং চিনি সরাসরি সরকারিভাবে আমদানির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ইতিমধ্যে সম্ভাব্য বাজারের অনুসন্ধান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান মাসে বাজার উত্তপ্ত হয়ে যায় তাই জিটুজি ভিত্তিতে প্রয়োজনীয় এ পণ্য দুটি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ দেশের ছোট বেসরকারি আমদানিকারকদের জন্য দুদেশের এ জাতীয় আইটেম রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তৈরি করতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক উভয় বাজারের অস্থিরতায় টিসিবির এক কোটি কার্ডধারী এবং নিম্ন আয়ের পরিবার সরকারি এ হস্তক্ষেপে উপকৃত হবে। এ উদ্দেশ্যে আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি দল ক্রয়ের সম্ভাব্যতা মূল্যায়নের জন্য ওই দেশগুলো সফরের সম্ভাবনা রয়েছে। অবশ্য সফরের সময় পুনর্নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে, গত ঈদে এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে বিক্রির জন্য দেশীয় প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সয়াবিন তেল এবং চিনি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছিল সরকার। এজন্য দেশীয় প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা এড়াতে টিসিবির জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সরাসরি সয়াবিন ও চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
বর্তমানে বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ও রপ্তানিকারক দেশ ব্রাজিল, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা। বাংলাদেশি ব্যবসায়ীরা বর্তমানে বেশিরভাগই সয়াবিন আমদানি করে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। বার্ষিক আমদানির ৫০ শতাংশের বেশি সয়াবিন তেল আর্জেন্টিনা থেকে এবং ২৫ শতাংশের মতো ব্রাজিল থেকে আমদানি করে। বাংলাদেশে বহু বছর ধরে সয়াবিন তেলের প্রধান রপ্তানিকারক আর্জেন্টিনা ও ব্রাজিল। অন্যদিকে বর্তমানে সারাবিশ্বে চিনি সরবরাহে ব্রাজিলের ব্যাপক অবদান রয়েছে। বাংলাদেশ আর্জেন্টিনা থেকেও চিনি আমদানি করে।
ডলার-সংকটে এলসি খুলতে না পারা ও সম্প্রতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারণে ঢাকায় সরবরাহ-সংকটের মধ্যে চিনির দাম ইতোমধ্যেই আকাশচুম্বী হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ফের চিনির দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দেন আমদানিকারক ও মিলমালিকরা।

সময়মতো এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে বিদেশি উৎস থেকে ভোজ্যতেল এবং চিনি সরাসরি সরকারিভাবে আমদানির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ইতিমধ্যে সম্ভাব্য বাজারের অনুসন্ধান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান মাসে বাজার উত্তপ্ত হয়ে যায় তাই জিটুজি ভিত্তিতে প্রয়োজনীয় এ পণ্য দুটি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগ দেশের ছোট বেসরকারি আমদানিকারকদের জন্য দুদেশের এ জাতীয় আইটেম রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা তৈরি করতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক উভয় বাজারের অস্থিরতায় টিসিবির এক কোটি কার্ডধারী এবং নিম্ন আয়ের পরিবার সরকারি এ হস্তক্ষেপে উপকৃত হবে। এ উদ্দেশ্যে আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি দল ক্রয়ের সম্ভাব্যতা মূল্যায়নের জন্য ওই দেশগুলো সফরের সম্ভাবনা রয়েছে। অবশ্য সফরের সময় পুনর্নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে, গত ঈদে এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে বিক্রির জন্য দেশীয় প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সয়াবিন তেল এবং চিনি সংগ্রহ করতে ব্যর্থ হয়েছিল সরকার। এজন্য দেশীয় প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা এড়াতে টিসিবির জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সরাসরি সয়াবিন ও চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
বর্তমানে বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ও রপ্তানিকারক দেশ ব্রাজিল, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা। বাংলাদেশি ব্যবসায়ীরা বর্তমানে বেশিরভাগই সয়াবিন আমদানি করে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। বার্ষিক আমদানির ৫০ শতাংশের বেশি সয়াবিন তেল আর্জেন্টিনা থেকে এবং ২৫ শতাংশের মতো ব্রাজিল থেকে আমদানি করে। বাংলাদেশে বহু বছর ধরে সয়াবিন তেলের প্রধান রপ্তানিকারক আর্জেন্টিনা ও ব্রাজিল। অন্যদিকে বর্তমানে সারাবিশ্বে চিনি সরবরাহে ব্রাজিলের ব্যাপক অবদান রয়েছে। বাংলাদেশ আর্জেন্টিনা থেকেও চিনি আমদানি করে।
ডলার-সংকটে এলসি খুলতে না পারা ও সম্প্রতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারণে ঢাকায় সরবরাহ-সংকটের মধ্যে চিনির দাম ইতোমধ্যেই আকাশচুম্বী হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ফের চিনির দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দেন আমদানিকারক ও মিলমালিকরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫