
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই ছয়টি জেলার পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁদের মধ্যে কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও চাঁদপুরে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারিয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৭৮ ভোট পেয়েছেন। গতকাল তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়েছেন।
কুমিল্লার ১৫টি উপজেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে নির্বাচন হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ ১৭টি ওয়ার্ডের বিজয়ী সব সদস্যই আওয়ামী লীগের অনুসারী।
এদিকে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হোমনায় ইউনুস নামের একজনকে সাত দিনের কারাদণ্ড ও লালমাইয়ে একজনকে জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে চেয়ারম্যান পদে ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানিয়া আনারস প্রতীকে ৫০৫ ভোট পেয়েছেন।
ফেনীতে চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-সমর্থিত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপনসহ সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এদিকে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই ছয়টি জেলার পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁদের মধ্যে কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও চাঁদপুরে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারিয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৭৮ ভোট পেয়েছেন। গতকাল তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়েছেন।
কুমিল্লার ১৫টি উপজেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে নির্বাচন হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ ১৭টি ওয়ার্ডের বিজয়ী সব সদস্যই আওয়ামী লীগের অনুসারী।
এদিকে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হোমনায় ইউনুস নামের একজনকে সাত দিনের কারাদণ্ড ও লালমাইয়ে একজনকে জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে চেয়ারম্যান পদে ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানিয়া আনারস প্রতীকে ৫০৫ ভোট পেয়েছেন।
ফেনীতে চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-সমর্থিত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপনসহ সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এদিকে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫