সিলেট প্রতিনিধি

সব শঙ্কা ছাপিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো সিলেটের পাঁচ উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়েছেন ভোটারেরা।
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, ইভিএমে ভোট দিতে নারীদের বেশি সমস্যা হচ্ছে। বৃদ্ধরাও স্বাচ্ছন্দ্যবোধ করেননি ইভিএমে। অনেকের আঙুলের ছাপ চিহ্নিত করতে পারেনি ইভিএম। ফলে সকাল থেকেই কিছুটা ধীর গতিতে ভোটগ্রহণ হয়।
এ কেন্দ্রে ভোট দিতে আসা ফুলেছা বেগম বলে, ‘ভোট দিতে এসে দেখি আঙুলের ছাপ মিলছে না। ফলে ভোট না দিয়েই ফিরতে হয়েছে।’
এ উপজেলার দয়ামীর ইউনিয়নের আব্দুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৭৫ বছরের নেওয়ারুননেছাও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি।
উসমানপুর ইউনিয়নের ভোটার আব্দুল্লাহ মুফলে বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ থাকে। কারণ প্রার্থীরা একে অন্যের পরিচিত। তাই সবাই কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
ইভিএমে ভোট হওয়ায় কিছুটা সমস্যা হলেও স্বচ্ছভাবে ভোট হয়েছে বলে জানান তিনি।
ওসমানীনগর উপজেলার আট, দক্ষিণ সুরমার দুই, বিশ্বনাথের দুই, গোয়াইনঘাটের দুই ও কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউপিতে অনুষ্ঠিত হয় ষষ্ঠ ধাপের ভোট। এবারই প্রথম সব কটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।
ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উসমানপুর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি ইউপি, গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে হয় ভোটের লড়াই।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচ উপজেলার ১৫০টি কেন্দ্রে ২ লাখ ৭৮ হাজার ৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ভোট সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন। কড়া নজরদারির কারণে ভোটে কেউ প্রভাব বিস্তার করতে পারেনি। তাই ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মোহাম্মদ মিঞা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি ইউনিয়নে চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এর বাইরেও কোথাও দুজন, কোথাও তিনজন, এমনকি কোথাও পাঁচজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স। ভোটার ও প্রার্থীদের প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ করা হয় ১৫ ইউপিতে।

সব শঙ্কা ছাপিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো সিলেটের পাঁচ উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট দিয়েছেন ভোটারেরা।
ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, ইভিএমে ভোট দিতে নারীদের বেশি সমস্যা হচ্ছে। বৃদ্ধরাও স্বাচ্ছন্দ্যবোধ করেননি ইভিএমে। অনেকের আঙুলের ছাপ চিহ্নিত করতে পারেনি ইভিএম। ফলে সকাল থেকেই কিছুটা ধীর গতিতে ভোটগ্রহণ হয়।
এ কেন্দ্রে ভোট দিতে আসা ফুলেছা বেগম বলে, ‘ভোট দিতে এসে দেখি আঙুলের ছাপ মিলছে না। ফলে ভোট না দিয়েই ফিরতে হয়েছে।’
এ উপজেলার দয়ামীর ইউনিয়নের আব্দুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৭৫ বছরের নেওয়ারুননেছাও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি।
উসমানপুর ইউনিয়নের ভোটার আব্দুল্লাহ মুফলে বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ থাকে। কারণ প্রার্থীরা একে অন্যের পরিচিত। তাই সবাই কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেন।
ইভিএমে ভোট হওয়ায় কিছুটা সমস্যা হলেও স্বচ্ছভাবে ভোট হয়েছে বলে জানান তিনি।
ওসমানীনগর উপজেলার আট, দক্ষিণ সুরমার দুই, বিশ্বনাথের দুই, গোয়াইনঘাটের দুই ও কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউপিতে অনুষ্ঠিত হয় ষষ্ঠ ধাপের ভোট। এবারই প্রথম সব কটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।
ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উসমানপুর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি ইউপি, গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে হয় ভোটের লড়াই।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচ উপজেলার ১৫০টি কেন্দ্রে ২ লাখ ৭৮ হাজার ৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ভোট সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন। কড়া নজরদারির কারণে ভোটে কেউ প্রভাব বিস্তার করতে পারেনি। তাই ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মোহাম্মদ মিঞা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রতিটি ইউনিয়নে চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এর বাইরেও কোথাও দুজন, কোথাও তিনজন, এমনকি কোথাও পাঁচজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স। ভোটার ও প্রার্থীদের প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ করা হয় ১৫ ইউপিতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫