Ajker Patrika

উচ্ছেদের আগে পুনর্বাসন চায় দেড় হাজার পরিবার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৬
উচ্ছেদের আগে পুনর্বাসন চায় দেড় হাজার পরিবার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ায় গড়ে ওঠা প্রায় দেড় হাজার পরিবারকে পুনর্বাসনের পর জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে রায়টা নতুনপাড়া বসতভিটা রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে ওই এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের প্রায় ৪০০ বিঘা জায়গায় রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব জায়গায় প্রায় ৪০ বছর ধরে দেড় হাজার পরিবার বসবাস করে আসছে। বসবাসকারী এসব ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার আগেই তাঁরা স্থায়ীভাবে ভূমি বন্দোবস্তের দাবি জানান। গতকাল মানববন্ধন ও সমাবেশে বাসিন্দারা স্লোগান দেন, ‘আমার মাটি আমার মা, জিআরপি ট্রেনিং সেন্টার হবে না।’ ‘রক্ত দেব জীবন দেব, বসতভিটা ছাড়ব না।’

ওই এলাকার বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ‘আমরা এত দিন ধরে এখানে বসবাস করছি। কোথাও যেতে চাই না। যদি যেতেই হয় তাহলে সরকারকে আমাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। না হলে মরে গেলেও এ ভূমি থেকে যাব না।’

এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, ‘রায়টা নতুনপাড়ায় গড়ে ওঠা প্রায় দেড় হাজার পরিবারকে আগে পুনর্বাসন করতে হবে। এরপর রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন করা হোক।’

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, বর্তমান অধ্যক্ষ ফেরদৌস হোসেন। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজদার প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, ইউপি সদস্য মো. মাহাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত