আসাদুজ্জামান রিপন, নরসিংদী

সম্প্রতি দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তাব্যবস্থাসহ সতর্কতা অবলম্বন করা হলেও নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ ছিল উদাসীন। জেল কর্তৃপক্ষের অবহেলায় ১৯ জুলাই কারাগারে হামলার সময়েও প্রতিরোধ করতে পারেননি নিরস্ত্র কারারক্ষীরা।
গত রোববার নরসিংদী জেলা কারাগারের একাধিক কারারক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্লাস্টিকের একটি লাঠিই ছিল কারারক্ষীদের দায়িত্ব পালনের একমাত্র সম্বল। এতে দুর্বৃত্তদের সব কয়েদি ছাড়িয়ে নেওয়াসহ অস্ত্র ও গুলি লুটের মতো ঘটনা সম্ভব হয়েছে। এদিকে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও কয়েদি পালানোর ঘটনায় কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসন তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এসব কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটি ৫ দিন পর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সাময়িক বরখাস্ত হওয়া জেল সুপার, জেলারসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
এ সময় ৬ জন কারারক্ষীসহ অন্যদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কারারক্ষীরা জানান, নরসিংদী জেলা কারাগারটি পুরোনো হওয়ায় চারপাশের দেয়াল খুবই নিচু। কারাগারটিতে কয়েদির সংখ্যাও কয়েক গুণ বেশি থাকে বরাবরই। সব মিলিয়ে কারাগারটির চারপাশের নিরাপত্তা পরিবেশ ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে আসামি পলায়নসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি দেশের সব কারাগারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ এ নিয়ে ছিল খুবই উদাসীন।
কারারক্ষী সাদ্দাম হোসেন বলেন, ‘ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা শুরু করলে আমরা (কারারক্ষীরা) রিজার্ভপ্রধান হেলাল উদ্দিনের কাছে অস্ত্র চাইলে তিনি অস্ত্র দেননি, উল্টো আমাদের ঘাড় ধরে ফেলে দেন। এ সময় হেলাল বলেন, ‘অস্ত্র কি তর বাপের নাকি?’ দায়িত্বরত এক কারারক্ষীর কাছে থাকা অস্ত্রটিও জমা নেওয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া জেল সুপার আবুল কালাম আজাদ ও বর্তমান জেল সুপার শামীম ইকবালকে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি।
এদিকে কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ড. ফারুক। তিনি বলেন, কারও দায়িত্বে অবহেলা থাকলে সেটি তদন্তে বের হয়ে আসবে। তদন্ত কমিটি সবদিক লক্ষ্য রেখেই তদন্তকাজ চালাচ্ছে।

সম্প্রতি দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তাব্যবস্থাসহ সতর্কতা অবলম্বন করা হলেও নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ ছিল উদাসীন। জেল কর্তৃপক্ষের অবহেলায় ১৯ জুলাই কারাগারে হামলার সময়েও প্রতিরোধ করতে পারেননি নিরস্ত্র কারারক্ষীরা।
গত রোববার নরসিংদী জেলা কারাগারের একাধিক কারারক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্লাস্টিকের একটি লাঠিই ছিল কারারক্ষীদের দায়িত্ব পালনের একমাত্র সম্বল। এতে দুর্বৃত্তদের সব কয়েদি ছাড়িয়ে নেওয়াসহ অস্ত্র ও গুলি লুটের মতো ঘটনা সম্ভব হয়েছে। এদিকে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও কয়েদি পালানোর ঘটনায় কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসন তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এসব কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটি ৫ দিন পর জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের সাময়িক বরখাস্ত হওয়া জেল সুপার, জেলারসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
এ সময় ৬ জন কারারক্ষীসহ অন্যদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কারারক্ষীরা জানান, নরসিংদী জেলা কারাগারটি পুরোনো হওয়ায় চারপাশের দেয়াল খুবই নিচু। কারাগারটিতে কয়েদির সংখ্যাও কয়েক গুণ বেশি থাকে বরাবরই। সব মিলিয়ে কারাগারটির চারপাশের নিরাপত্তা পরিবেশ ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে আসামি পলায়নসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি দেশের সব কারাগারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ এ নিয়ে ছিল খুবই উদাসীন।
কারারক্ষী সাদ্দাম হোসেন বলেন, ‘ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা শুরু করলে আমরা (কারারক্ষীরা) রিজার্ভপ্রধান হেলাল উদ্দিনের কাছে অস্ত্র চাইলে তিনি অস্ত্র দেননি, উল্টো আমাদের ঘাড় ধরে ফেলে দেন। এ সময় হেলাল বলেন, ‘অস্ত্র কি তর বাপের নাকি?’ দায়িত্বরত এক কারারক্ষীর কাছে থাকা অস্ত্রটিও জমা নেওয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া জেল সুপার আবুল কালাম আজাদ ও বর্তমান জেল সুপার শামীম ইকবালকে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি।
এদিকে কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৬ সদস্যের কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ড. ফারুক। তিনি বলেন, কারও দায়িত্বে অবহেলা থাকলে সেটি তদন্তে বের হয়ে আসবে। তদন্ত কমিটি সবদিক লক্ষ্য রেখেই তদন্তকাজ চালাচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫