রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানি নেমে গেলেও এখনো তলিয়ে আছে ৪৪৫ হেক্টর কৃষি জমি। এ ছাড়া পানিবন্দী অবস্থায় রয়েছে অর্ধশত পরিবার।
কৃষকেরা জানান, উপজেলার চাক্তাবাড়ি এলাকায় চার বছর আগে চাক্তাবাড়ি-ধনারচর-রাজীবপুর বেড়িবাঁধের ১৭ মিটার অংশ ভেঙে যায়। এরপর তা আর মেরামত না করায় পানি ঢুকে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ৭২০ কৃষক। তাঁরা দ্রুত বেড়িবাঁধ সংস্কারসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চাক্তাবাড়ি সুইট মোড় থেকে কর্তিমারী মাস্টারপাড়া এলাকায় জমিতে পানি থই থই করছে। এতে চলাচল করছে নৌকা। বন্যার সময় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে এখানে পানি ঢুকে গোটা এলাকা প্লাবিত হয়ে আছে।
পাশের ধনারচর নতুনগ্রামে একটি সেতুর মুখ বন্ধ করে বসতি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কর্তিমারী বাজার এলাকায় নির্মাণ করা হয়েছে স্থাপনা। এতে করে তলিয়ে যাওয়া জমির পানি বের হতে পারছে না।
চাক্তাবাড়ির জাহিদ হোসেন জানান, প্রতিবছর বন্যার পানি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকে আর বের হয় না। পানি জমে থাকায় তাঁর তিন বিঘা জমিতে আবাদ করতে পারছেন না। এ অবস্থা চললে সরিষা, আমনসহ কোনো আবাদই করা সম্ভব হবে না বলে আশঙ্কা তাঁর।
একই গ্রামের কৃষক তারা মিয়া বলেন, বাড়ির চারপাশে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশুদের নিয়ে খুব চিন্তায় আছেন। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে তাঁর পরিবারটিকে।
স্থানীয় কৃষক মজিবর রহমান, আজিবর রহমান, আলী আকবরসহ অনেকে অভিযোগ করেন, চার বছর আগে বন্যার পানিতে বেড়িবাঁধ ভেঙে গেলেও তা আজও মেরামত করা হয়নি। এতে প্রতিবছর বন্যার সময় পানি ঢুকছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ করা যাচ্ছে না।
স্থানীয় যাদুরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম জানান, চার বছরে ধরে এ অবস্থা চললেও বেড়িবাঁধের দেখভালের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা এটি মেরামতের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে বছরের বেশির ভাগ সময় জমিতে পানি জমে থাকে।
রৌমারীর উপসহকারী কৃষি কর্মকর্তা আফসার আলী বলেন, ওই এলাকার ৭২৫ কৃষকের ৪৪৫ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে নষ্ট হয়েছে ১১০ হেক্টর জমির আউশ ধান, পাটসহ সবজি।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, কৃষকদের পুনর্বাসনে কোনো প্রণোদনা বরাদ্দ না আসায় ওই এলাকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানি নেমে গেলেও এখনো তলিয়ে আছে ৪৪৫ হেক্টর কৃষি জমি। এ ছাড়া পানিবন্দী অবস্থায় রয়েছে অর্ধশত পরিবার।
কৃষকেরা জানান, উপজেলার চাক্তাবাড়ি এলাকায় চার বছর আগে চাক্তাবাড়ি-ধনারচর-রাজীবপুর বেড়িবাঁধের ১৭ মিটার অংশ ভেঙে যায়। এরপর তা আর মেরামত না করায় পানি ঢুকে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ৭২০ কৃষক। তাঁরা দ্রুত বেড়িবাঁধ সংস্কারসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চাক্তাবাড়ি সুইট মোড় থেকে কর্তিমারী মাস্টারপাড়া এলাকায় জমিতে পানি থই থই করছে। এতে চলাচল করছে নৌকা। বন্যার সময় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে এখানে পানি ঢুকে গোটা এলাকা প্লাবিত হয়ে আছে।
পাশের ধনারচর নতুনগ্রামে একটি সেতুর মুখ বন্ধ করে বসতি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কর্তিমারী বাজার এলাকায় নির্মাণ করা হয়েছে স্থাপনা। এতে করে তলিয়ে যাওয়া জমির পানি বের হতে পারছে না।
চাক্তাবাড়ির জাহিদ হোসেন জানান, প্রতিবছর বন্যার পানি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকে আর বের হয় না। পানি জমে থাকায় তাঁর তিন বিঘা জমিতে আবাদ করতে পারছেন না। এ অবস্থা চললে সরিষা, আমনসহ কোনো আবাদই করা সম্ভব হবে না বলে আশঙ্কা তাঁর।
একই গ্রামের কৃষক তারা মিয়া বলেন, বাড়ির চারপাশে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশুদের নিয়ে খুব চিন্তায় আছেন। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে তাঁর পরিবারটিকে।
স্থানীয় কৃষক মজিবর রহমান, আজিবর রহমান, আলী আকবরসহ অনেকে অভিযোগ করেন, চার বছর আগে বন্যার পানিতে বেড়িবাঁধ ভেঙে গেলেও তা আজও মেরামত করা হয়নি। এতে প্রতিবছর বন্যার সময় পানি ঢুকছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ করা যাচ্ছে না।
স্থানীয় যাদুরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম জানান, চার বছরে ধরে এ অবস্থা চললেও বেড়িবাঁধের দেখভালের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা এটি মেরামতের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে বছরের বেশির ভাগ সময় জমিতে পানি জমে থাকে।
রৌমারীর উপসহকারী কৃষি কর্মকর্তা আফসার আলী বলেন, ওই এলাকার ৭২৫ কৃষকের ৪৪৫ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে নষ্ট হয়েছে ১১০ হেক্টর জমির আউশ ধান, পাটসহ সবজি।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, কৃষকদের পুনর্বাসনে কোনো প্রণোদনা বরাদ্দ না আসায় ওই এলাকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫