সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। একই সঙ্গে বাড়তে শুরু করেছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ফলে বন্যার আশঙ্কা করছে নদীতীরবর্তী অঞ্চলের মানুষ। পানি বাড়ার কারণে এনায়েতপুরে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় ১৮টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে আরও স্থাপনা।
গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১০ সেন্টিমিটার বেড়েছে, যা বিপৎসীমার ২ দশমিক ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ নদ-নদীসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে চৌহালী উপজেলার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ব্রাহ্মণগ্রাম এলাকায় যমুনা নদীতে তীব্র ঘূর্ণাবর্তের কারণে ভাঙন শুরু হয়।
এতে মুহূর্তের মধ্যে ব্রাহ্মণগ্রামের সাহেব আলী, হাসান, শুকুর আলী, ফারুক হোসেন নজরুল, পাষাণ আলী, ইলা খাতুন, ইউসুফ আলীর বাড়িসহ অন্তত ১৮টি বসতভিটা নদীতে বিলীন হয়। এ ছাড়া হুমকির মুখে পড়েছে বহু বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।
এ বিষয়ে স্থানীয় আব্দুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে ভাঙন রোধ করা হোক। এখনই ভাঙন বন্ধ না হলে বিলীন হয়ে যাবে বিশাল এলাকা।
খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া জানান, ভাঙন এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধের কাজ দ্রুত করা হোক। এ ছাড়া চৌহালীর দক্ষিণাঞ্চল ও বেলকুচি উপজেলায় বড়ধুল চরে নদীভাঙন দেখা দিয়েছে। নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।
পাউবোর সূত্রে জানা গেছে, ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আতঙ্কের কিছু নেই।
যমুনা নদীর পাশাপাশি জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতী, করতোয়া, বড়াল ও চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এসব এলাকার ফসলি জমির কাঁচা পাট, তিল, বাদাম, আখ ও শাকসবজি বাগানে পানি উঠতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব বলেন, ‘ভাঙনের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কিছু বলতে পারব না।’
জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। একই সঙ্গে বাড়তে শুরু করেছে অভ্যন্তরীণ নদ-নদীর পানি। ফলে বন্যার আশঙ্কা করছে নদীতীরবর্তী অঞ্চলের মানুষ। পানি বাড়ার কারণে এনায়েতপুরে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায় ১৮টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে আরও স্থাপনা।
গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১০ সেন্টিমিটার বেড়েছে, যা বিপৎসীমার ২ দশমিক ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ নদ-নদীসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে চৌহালী উপজেলার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ব্রাহ্মণগ্রাম এলাকায় যমুনা নদীতে তীব্র ঘূর্ণাবর্তের কারণে ভাঙন শুরু হয়।
এতে মুহূর্তের মধ্যে ব্রাহ্মণগ্রামের সাহেব আলী, হাসান, শুকুর আলী, ফারুক হোসেন নজরুল, পাষাণ আলী, ইলা খাতুন, ইউসুফ আলীর বাড়িসহ অন্তত ১৮টি বসতভিটা নদীতে বিলীন হয়। এ ছাড়া হুমকির মুখে পড়েছে বহু বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।
এ বিষয়ে স্থানীয় আব্দুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে ভাঙন রোধ করা হোক। এখনই ভাঙন বন্ধ না হলে বিলীন হয়ে যাবে বিশাল এলাকা।
খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া জানান, ভাঙন এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধের কাজ দ্রুত করা হোক। এ ছাড়া চৌহালীর দক্ষিণাঞ্চল ও বেলকুচি উপজেলায় বড়ধুল চরে নদীভাঙন দেখা দিয়েছে। নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।
পাউবোর সূত্রে জানা গেছে, ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আতঙ্কের কিছু নেই।
যমুনা নদীর পাশাপাশি জেলার অভ্যন্তরীণ ফুলঝোড়, ইছামতী, করতোয়া, বড়াল ও চলনবিলে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এসব এলাকার ফসলি জমির কাঁচা পাট, তিল, বাদাম, আখ ও শাকসবজি বাগানে পানি উঠতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহাব বলেন, ‘ভাঙনের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কিছু বলতে পারব না।’
জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫