পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারুক হোসেন হত্যা মামলার রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন।
নিহত ফারুক হোসেন উপজেলার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া এলাকার প্রভাস চন্দ্র দাস (১৮), শাহিন হোসেন (২১), শফিকুল ইসলাম (২১) ও সাদ্দাম হোসেন (২০); শরৎনগরের প্রিন্স (২০); চরভাঙ্গুড়ার ফরিদ আহমেদ (২২) ও বিলকিস বেগম (৪০); চৌবাড়িয়া গ্রামের দুলাল হোসেন (২০) ও আব্দুল করিম (৪৫) এবং চরভাঙ্গুড়ার ইউসুফ আলী (২২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্ট রাত ১১টার দিকে বেড়ানোর কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারুককে হত্যা করে একটি পুকুরে মরদেহ ফেলে পালিয়ে তাঁরা যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছিল না। পরে পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক সপ্তাহ পর ভাঙ্গুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ওসমান আলীর পুকুরে মেয়ে-ছেলেরা গোসল করতে নামলে কচুরিপানার মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরদিন ১ সেপ্টেম্বর দুপুরে ১৮ থেকে ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের নামে নিহতের মা আনোয়ারা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ফোনের কললিস্ট ধরে তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করে। শুনানির পর আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় আদালতে দুজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শামসুল হুদা ও এস এম ফরিদ উদ্দিন। তাঁরা বলেন, উচ্চ আদালতে আপিল করবেন। সেখান থেকে নিরপরাধ হিসেবে খালাস পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এই মামলায় হত্যা প্রমাণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এখানে সাজা কমিয়ে আনার কোনো সুযোগ থাকবে না বলে তিনি মতামত দেন।

পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারুক হোসেন হত্যা মামলার রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন।
নিহত ফারুক হোসেন উপজেলার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া এলাকার প্রভাস চন্দ্র দাস (১৮), শাহিন হোসেন (২১), শফিকুল ইসলাম (২১) ও সাদ্দাম হোসেন (২০); শরৎনগরের প্রিন্স (২০); চরভাঙ্গুড়ার ফরিদ আহমেদ (২২) ও বিলকিস বেগম (৪০); চৌবাড়িয়া গ্রামের দুলাল হোসেন (২০) ও আব্দুল করিম (৪৫) এবং চরভাঙ্গুড়ার ইউসুফ আলী (২২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্ট রাত ১১টার দিকে বেড়ানোর কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারুককে হত্যা করে একটি পুকুরে মরদেহ ফেলে পালিয়ে তাঁরা যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছিল না। পরে পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক সপ্তাহ পর ভাঙ্গুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ওসমান আলীর পুকুরে মেয়ে-ছেলেরা গোসল করতে নামলে কচুরিপানার মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরদিন ১ সেপ্টেম্বর দুপুরে ১৮ থেকে ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের নামে নিহতের মা আনোয়ারা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ফোনের কললিস্ট ধরে তদন্ত করে সবাইকে গ্রেপ্তার করে। শুনানির পর আদালত হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় আদালতে দুজন উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শামসুল হুদা ও এস এম ফরিদ উদ্দিন। তাঁরা বলেন, উচ্চ আদালতে আপিল করবেন। সেখান থেকে নিরপরাধ হিসেবে খালাস পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এই মামলায় হত্যা প্রমাণিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এখানে সাজা কমিয়ে আনার কোনো সুযোগ থাকবে না বলে তিনি মতামত দেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫