গনেশ দাস, বগুড়া

পূবালী ব্যাংক বগুড়া নিউমার্কেট শাখা থেকে ২০১৩ সালে ১৫ লাখ টাকা ঋণ নেন ফিরোজ উদ্দিন। ঋণ নেওয়ার সময় ব্যাংকে একটি বাড়ি বন্ধক রাখেন। ২০১৬ সালের পর থেকে ঋণের কিস্তিও পরিশোধ করা বন্ধ করে দেন। এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, বন্ধক রাখা সম্পত্তি সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত। একাধিক চেষ্টা করার পরও ব্যাংকঋণ আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ২৫ মে অর্থঋণ আদালতে মামলা করেন। এদিকে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ঋণগ্রহীতা ফিরোজ উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
তৎকালীন ব্যাংক ম্যানেজার বলছেন, ঋণগ্রহীতা মারা গেলেও কোনো সমস্যা নেই। তাঁর ওয়ারিশ ঋণ পরিশোধ করছেন। এ ছাড়া বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় অবগত আছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের ২৪ জুন পূবালী ব্যাংক নিউমার্কেট শাখা থেকে বগুড়া শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম লেন এলাকার ফিরোজ উদ্দিন ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণের সময় শহরের ফতেহ আলী বাজারে মেসার্স ফিরোজ স্টোর নামের তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ঋণ গ্রহণের সময় বন্ধক হিসেবে সুত্রাপুর মৌজায় ৮১৫ দাগে (জেএল নং-৮২) ১ দশমিক ২৫ শতাংশ জায়গায় নির্মিত একটি বাড়ি বন্ধক রাখা হয়। ঋণের জামিনদার ছিলেন ফিরোজ উদ্দিনের স্ত্রী সাত্বনা বেগম। ২০১৬ সালের পর থেকে গ্রহীতা ঋণের কিস্তি পরিশোধ করা বন্ধ করে দেন।
ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, বন্ধক রাখা সম্পত্তি সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত। ফলে বিপাকে পড়ে যায় ব্যাংক কর্তৃপক্ষ। তারা ঋণ আদায়ের জন্য বিভিন্নভাবে ফিরোজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়। গত বছরের ১১ আগস্ট পর্যন্ত ফিরোজ উদ্দিনের কাছে ব্যাংকের পাওনা ছিল ১৪ লাখ ৬১ হাজার ৪৯৬ টাকা।
ঋণ পরিশোধ না করায় গত বছরের ১৬ আগস্ট ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট ফারুক আহম্মেদ লিগ্যাল নোটিশ পাঠিয়ে ঋণ পরিশোধের জন্য ফিরোজ উদ্দিনকে তাগাদা দেন। এতেও তিনি ঋণ পরিশোধের কোনো উদ্যোগ না নিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি ব্যাংক ফিরোজ উদ্দিনকে সর্বশেষ চিঠি দিয়েও ঋণ আদায়ে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত চলতি বছরের ২৫ মে ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ আদালতে ফিরোজ উদ্দিন ও তাঁর স্ত্রী সাত্বনা বেগমের নামে মামলা করা হয়। এদিকে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ফিরোজ উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বগুড়া সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে রক্ষিত সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় জেএল নং-৮২, দাগ নং-৮১৫ সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ২০১২ সালে তফসিলভুক্ত করা হয়। যার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক বগুড়া।
বগুড়া অর্থঋণ আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের পক্ষে ব্যবস্থাপক গত ২২ মে মামলা দাখিল করেন। ব্যাংকের পক্ষে মামলাটি পরিচালনা করার জন্য সিনিয়র অফিসার আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
পূবালী ব্যাংক নিউমার্কেট শাখার ম্যানেজার শাহাদত হোসেন বলেন, ‘অনেক আগের ঋণ। আমি বিস্তারিত বলতে পারব না।’
তৎকালীন ম্যানেজার তহুরা খাতুন (বর্তমানে পূবালী ব্যাংক বগুড়া শাখায় কর্মরত) বলেন, ‘বিষয়টি অনেক দিন আগের ঘটনা। এত দিন পর কেন খোঁজ নিচ্ছেন?’
তহুরা খাতুন বলেন, ‘ঋণ প্রদানের সময় ফিরোজ উদ্দিন জমির কাগজপত্র জমা দিয়েছেন, যা দেখে আমরা ঋণ প্রদান করি। এ ছাড়া সরেজমিনেও বাড়িটি তাঁদের দখলে ছিল। পরে জানতে পারি, বাড়িটি সরকারি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ঋণগ্রহীতা মারা গেলেও তাঁর স্ত্রী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করছেন। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় অবহিত আছে।’
পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক বিল্লাল হোসেন বলেন, সরকারি সম্পত্তি বন্ধক রেখে ঋণ প্রদানের বিষয়ে জানতে হলে প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

পূবালী ব্যাংক বগুড়া নিউমার্কেট শাখা থেকে ২০১৩ সালে ১৫ লাখ টাকা ঋণ নেন ফিরোজ উদ্দিন। ঋণ নেওয়ার সময় ব্যাংকে একটি বাড়ি বন্ধক রাখেন। ২০১৬ সালের পর থেকে ঋণের কিস্তিও পরিশোধ করা বন্ধ করে দেন। এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, বন্ধক রাখা সম্পত্তি সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত। একাধিক চেষ্টা করার পরও ব্যাংকঋণ আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ২৫ মে অর্থঋণ আদালতে মামলা করেন। এদিকে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ঋণগ্রহীতা ফিরোজ উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
তৎকালীন ব্যাংক ম্যানেজার বলছেন, ঋণগ্রহীতা মারা গেলেও কোনো সমস্যা নেই। তাঁর ওয়ারিশ ঋণ পরিশোধ করছেন। এ ছাড়া বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় অবগত আছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালের ২৪ জুন পূবালী ব্যাংক নিউমার্কেট শাখা থেকে বগুড়া শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম লেন এলাকার ফিরোজ উদ্দিন ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণের সময় শহরের ফতেহ আলী বাজারে মেসার্স ফিরোজ স্টোর নামের তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ঋণ গ্রহণের সময় বন্ধক হিসেবে সুত্রাপুর মৌজায় ৮১৫ দাগে (জেএল নং-৮২) ১ দশমিক ২৫ শতাংশ জায়গায় নির্মিত একটি বাড়ি বন্ধক রাখা হয়। ঋণের জামিনদার ছিলেন ফিরোজ উদ্দিনের স্ত্রী সাত্বনা বেগম। ২০১৬ সালের পর থেকে গ্রহীতা ঋণের কিস্তি পরিশোধ করা বন্ধ করে দেন।
ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে, বন্ধক রাখা সম্পত্তি সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত। ফলে বিপাকে পড়ে যায় ব্যাংক কর্তৃপক্ষ। তারা ঋণ আদায়ের জন্য বিভিন্নভাবে ফিরোজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়। গত বছরের ১১ আগস্ট পর্যন্ত ফিরোজ উদ্দিনের কাছে ব্যাংকের পাওনা ছিল ১৪ লাখ ৬১ হাজার ৪৯৬ টাকা।
ঋণ পরিশোধ না করায় গত বছরের ১৬ আগস্ট ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট ফারুক আহম্মেদ লিগ্যাল নোটিশ পাঠিয়ে ঋণ পরিশোধের জন্য ফিরোজ উদ্দিনকে তাগাদা দেন। এতেও তিনি ঋণ পরিশোধের কোনো উদ্যোগ না নিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি ব্যাংক ফিরোজ উদ্দিনকে সর্বশেষ চিঠি দিয়েও ঋণ আদায়ে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত চলতি বছরের ২৫ মে ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ আদালতে ফিরোজ উদ্দিন ও তাঁর স্ত্রী সাত্বনা বেগমের নামে মামলা করা হয়। এদিকে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ফিরোজ উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বগুড়া সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে রক্ষিত সরকারি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় জেএল নং-৮২, দাগ নং-৮১৫ সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ২০১২ সালে তফসিলভুক্ত করা হয়। যার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক বগুড়া।
বগুড়া অর্থঋণ আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের পক্ষে ব্যবস্থাপক গত ২২ মে মামলা দাখিল করেন। ব্যাংকের পক্ষে মামলাটি পরিচালনা করার জন্য সিনিয়র অফিসার আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
পূবালী ব্যাংক নিউমার্কেট শাখার ম্যানেজার শাহাদত হোসেন বলেন, ‘অনেক আগের ঋণ। আমি বিস্তারিত বলতে পারব না।’
তৎকালীন ম্যানেজার তহুরা খাতুন (বর্তমানে পূবালী ব্যাংক বগুড়া শাখায় কর্মরত) বলেন, ‘বিষয়টি অনেক দিন আগের ঘটনা। এত দিন পর কেন খোঁজ নিচ্ছেন?’
তহুরা খাতুন বলেন, ‘ঋণ প্রদানের সময় ফিরোজ উদ্দিন জমির কাগজপত্র জমা দিয়েছেন, যা দেখে আমরা ঋণ প্রদান করি। এ ছাড়া সরেজমিনেও বাড়িটি তাঁদের দখলে ছিল। পরে জানতে পারি, বাড়িটি সরকারি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ঋণগ্রহীতা মারা গেলেও তাঁর স্ত্রী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করছেন। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয় অবহিত আছে।’
পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক বিল্লাল হোসেন বলেন, সরকারি সম্পত্তি বন্ধক রেখে ঋণ প্রদানের বিষয়ে জানতে হলে প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫