নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী আমেজে ঢাকা শহর খানিকটা ফাঁকা। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছুটির দিন গতকাল শুক্রবার একটু বেশিই ভিড় দেখা গেল। একজন চিৎকার করে বললেন, ‘ইতি, ছবি দেখবি?’ আরেকজনকে বলতে শোনা গেল, ‘দোস্ত, তাড়াতাড়ি চল। না হলে সিট পাওয়া যাবে না।’
একাডেমির নাট্যশালায় গিয়ে অবশ্য ভিড়ের কারণটা জানা গেল। এই মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। তখন চলছে তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার শো। এরপরের শো আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই দুই চলচ্চিত্রের টানেই এসেছেন দর্শকেরা।
গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় দেশব্যাপী গণজাগরণের চলচ্চিত্র উৎসব-২০২৩। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে গণজাগরণের শিল্প আন্দোলন। এরই ধারাবাহিকতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় উৎসবের শেষ দিন গতকাল পর্যন্ত ৬৪ জেলায় একযোগে দেখানো হলো চলচ্চিত্র। এই কয়েক দিনে ১৮টি চলচ্চিত্র দেখানো হলো যার মধ্যে ১৫টি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য, ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিশেষ প্রদর্শনী হিসেবে গতকাল সকালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির দেখানো হয়।
গতকাল উৎসবের শেষ দিনে জাতীয় নাট্যশালা ছাড়াও পরীক্ষণ থিয়েটার হলে ছিল বটতলার নাটক ‘খনা’। বটতলা বলছে, এই প্রদর্শনীর মধ্য দিয়ে বটতলা নতুন বছর শুরু করছে। দীর্ঘ বিরতি শেষে নাটকটিতে ফিরছেন প্রযোজনার অন্যতম অভিনেত্রী ও লেখক সামিনা লুৎফা নিত্রা। টিকিট কাউন্টারে গিয়ে জানা যায়, টিকিট শেষ। নাটক শুরু হতে তখনো আধা ঘণ্টা বাকি। অর্থাৎ গতকাল ছুটির দিনে শিল্পকলা একাডেমির দুটি হলের আসনই ছিল পরিপূর্ণ। অনেকেই টিকিট পাননি। একজন কিছুটা মন খারাপ করেই মিলনায়তন থেকে বের হলেন। বললেন, অনেকে আগের সিনেমা দেখে আর বের হননি। সিট আগেই বুক করে রেখেছেন।

নির্বাচনী আমেজে ঢাকা শহর খানিকটা ফাঁকা। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছুটির দিন গতকাল শুক্রবার একটু বেশিই ভিড় দেখা গেল। একজন চিৎকার করে বললেন, ‘ইতি, ছবি দেখবি?’ আরেকজনকে বলতে শোনা গেল, ‘দোস্ত, তাড়াতাড়ি চল। না হলে সিট পাওয়া যাবে না।’
একাডেমির নাট্যশালায় গিয়ে অবশ্য ভিড়ের কারণটা জানা গেল। এই মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। তখন চলছে তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার শো। এরপরের শো আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই দুই চলচ্চিত্রের টানেই এসেছেন দর্শকেরা।
গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় দেশব্যাপী গণজাগরণের চলচ্চিত্র উৎসব-২০২৩। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে গণজাগরণের শিল্প আন্দোলন। এরই ধারাবাহিকতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় উৎসবের শেষ দিন গতকাল পর্যন্ত ৬৪ জেলায় একযোগে দেখানো হলো চলচ্চিত্র। এই কয়েক দিনে ১৮টি চলচ্চিত্র দেখানো হলো যার মধ্যে ১৫টি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য, ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিশেষ প্রদর্শনী হিসেবে গতকাল সকালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির দেখানো হয়।
গতকাল উৎসবের শেষ দিনে জাতীয় নাট্যশালা ছাড়াও পরীক্ষণ থিয়েটার হলে ছিল বটতলার নাটক ‘খনা’। বটতলা বলছে, এই প্রদর্শনীর মধ্য দিয়ে বটতলা নতুন বছর শুরু করছে। দীর্ঘ বিরতি শেষে নাটকটিতে ফিরছেন প্রযোজনার অন্যতম অভিনেত্রী ও লেখক সামিনা লুৎফা নিত্রা। টিকিট কাউন্টারে গিয়ে জানা যায়, টিকিট শেষ। নাটক শুরু হতে তখনো আধা ঘণ্টা বাকি। অর্থাৎ গতকাল ছুটির দিনে শিল্পকলা একাডেমির দুটি হলের আসনই ছিল পরিপূর্ণ। অনেকেই টিকিট পাননি। একজন কিছুটা মন খারাপ করেই মিলনায়তন থেকে বের হলেন। বললেন, অনেকে আগের সিনেমা দেখে আর বের হননি। সিট আগেই বুক করে রেখেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫