কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, এমন মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনায়। ইউটিউবের সেই মন্তব্য নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনী মাঠে।
ইতিমধ্যে ওই ঘটনায় নাজমুল আহসান কলিমুল্লাহসহ দুজন আলোচক ও সঞ্চালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
জানা গেছে, ইউটিউবে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্যের জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ছাড়াও আলোচক মনিরুল হক চৌধুরী ও ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী বলেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন। এ ঘটনায় কলিমুল্লাহ, মনিরুল ও হাসিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে অনেকে নীল নকশায় জড়িত হয়েছেন। আলোচনার নামে তাঁদের এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি হয়েছে।’
কয়েকজন নেতা-কর্মী বলেন, ওই মন্তব্যের জেরে নির্বাচনী প্রচারমাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। নেতা-কর্মীরা এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, এমন মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনায়। ইউটিউবের সেই মন্তব্য নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনী মাঠে।
ইতিমধ্যে ওই ঘটনায় নাজমুল আহসান কলিমুল্লাহসহ দুজন আলোচক ও সঞ্চালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
জানা গেছে, ইউটিউবে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্যের জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ছাড়াও আলোচক মনিরুল হক চৌধুরী ও ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী বলেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন। এ ঘটনায় কলিমুল্লাহ, মনিরুল ও হাসিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে অনেকে নীল নকশায় জড়িত হয়েছেন। আলোচনার নামে তাঁদের এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি হয়েছে।’
কয়েকজন নেতা-কর্মী বলেন, ওই মন্তব্যের জেরে নির্বাচনী প্রচারমাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। নেতা-কর্মীরা এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫