নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে গেলে সরকার তাঁকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।
কারা অধিদপ্তর সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ১ ডিসেম্বর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক আকস্মিক নারী কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দ্রুত এই কারাগারের ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশনা দেন।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঠিক এক সপ্তাহ আগে তথ্যমন্ত্রীর বক্তব্য ও আইজি প্রিজনের এমন নির্দেশনায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, তাঁদের সমাবেশকে কেন্দ্র করে নারী নেত্রীদের গ্রেপ্তারের পাঁয়তারা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, নারী কারাগারটি দুই বছর আগে উদ্বোধন হলেও জনবলের অভাবে চালু করা যায়নি।
এখন জনবল দেওয়া হবে, তাই চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের এই কারাগারে ৩০০ নারী বন্দীকে রাখার ব্যবস্থা আছে। কারাগারের ভেতরে ছয়তলা, চারতলা, দোতলা ও একতলা আটটি ভবন রয়েছে। একটি ডে-কেয়ার সেন্টার, একটি হাসপাতাল এবং সাধারণ বন্দীদের ছয়তলা একটি ভবন রয়েছে। এ ছাড়া ডিভিশন পাওয়া বন্দীদের জন্য দোতলা ভবনে সেল রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নারী বন্দীদের জন্য নির্মিত কারাগার ধুয়েমুছে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর হাসপাতালসহ আটটি কারাভবন ব্যবহৃত হয়নি। নতুন করে এসব ভবন ব্যবহার-উপযোগী করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এগুলো প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন কেউ। তাঁদের মতে, সমাবেশের আগে অথবা সমাবেশের দিন বিএনপির নারী অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেত্রী ও কর্মীদের গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হতে পারে। কাশিমপুর দূরে হওয়ায় এই কারাগারটি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, এ রকম কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কারাগার চালু হচ্ছে না। গত দুই বছর জনবলের অভাবে কারাগারটি চালু করা যায়নি, এখন কিছু জনবল পাওয়া যাচ্ছে, তাই চালু করা হচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে গেলে সরকার তাঁকে কারাগারে পাঠাতে বাধ্য হবে।
কারা অধিদপ্তর সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ১ ডিসেম্বর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক আকস্মিক নারী কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দ্রুত এই কারাগারের ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশনা দেন।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের ঠিক এক সপ্তাহ আগে তথ্যমন্ত্রীর বক্তব্য ও আইজি প্রিজনের এমন নির্দেশনায় বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, তাঁদের সমাবেশকে কেন্দ্র করে নারী নেত্রীদের গ্রেপ্তারের পাঁয়তারা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, নারী কারাগারটি দুই বছর আগে উদ্বোধন হলেও জনবলের অভাবে চালু করা যায়নি।
এখন জনবল দেওয়া হবে, তাই চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেরানীগঞ্জের এই কারাগারে ৩০০ নারী বন্দীকে রাখার ব্যবস্থা আছে। কারাগারের ভেতরে ছয়তলা, চারতলা, দোতলা ও একতলা আটটি ভবন রয়েছে। একটি ডে-কেয়ার সেন্টার, একটি হাসপাতাল এবং সাধারণ বন্দীদের ছয়তলা একটি ভবন রয়েছে। এ ছাড়া ডিভিশন পাওয়া বন্দীদের জন্য দোতলা ভবনে সেল রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫