হোমনা প্রতিনিধি

হোমনা উপজেলার হোমনা বাজার প্রধান সড়কের দুই পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়। এতে ট্রাক, কাভার্ড ভ্যান সড়কটিতে প্রবেশ করলেই যানজট লেগে যায়। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখল করে রেখেছেন হকাররা। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কের মাঝ দিয়ে হাঁটছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—সড়কটি সরু। এতে প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত যান চলাচল করে। এই পরিস্থিতিতে হোমনা পুরোনো বাসস্ট্যান্ড থেকে শিল্পকলার মোড় পর্যন্ত যানজট লেগে থাকছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের প্রধান সড়কটি প্রয়োজনের তুলনায় সরু। এরপরও এর অর্ধেক অংশ দখল হয়ে থাকে। মোটরসাইকেলের চালকেরাও যত্রতত্র মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখেন। এ ছাড়া ফুটপাত দখলে থাকায় বাজারে আসা লোকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।
বাজারের ব্যবসায়ী অসিত লাল পোদ্দার বলেন, ‘হোমনা বাজারে রিকশা, অটোরিকশা, ইজিবাইকের চাপ বেশি। এগুলো পার্কিংয়ের নির্দিষ্ট কোনো স্থান নেই। যেখানে সেখানে যখন তখন যানবাহনগুলো পার্কিং করায় যানজট দেখা
দিচ্ছে। বাজারের পুরোনো বাসস্ট্যান্ড, ফ্রেন্ডস ক্লাবের পূর্ব পাশের সড়ক, জলিল সুপার মার্কেটের সামনে, হাজি নোয়াব আলী মার্কেটের সামনে, খোরশেদ আলম মার্কেটের সামনে, মধুমিতা সেলুনের সামনে ও পোস্ট অফিস মোড়ে সবসময় যানজট লেগে থাকে।’
হোমনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘আমাকে প্রতিদিন বাজার পার হয়ে কলেজে যেতে হয়। আমার বাসা থেকে কলেজে যেতে সর্বোচ্চ আধা ঘণ্টা সময় লাগত। কিন্তু আমি ১ ঘণ্টা আগে বাসা থেকে বের হয়েও যানজটের কারণে কলেজে যেতে দেরি হচ্ছে। আমার মতো অনেক শিক্ষার্থীই সময়মতো কলেজে যেতে পারছে না।’
বাজারের যানজটে নিরসনে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানাচ্ছেন বলে জানা গেছে। এই সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটির একাধিক সভায় আলোচনাও হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘ট্রাফিক পুলিশ আমাদের থানায় নেই। আমরা সীমিত জনবল দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম চালাচ্ছি। থানায় ৩৮ জন কনস্টেবল থাকার কথা থাকলেও আমার এ থানায় আছেন মাত্র ২২ জন।’
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন সুবল বলেন, ‘বাজারে এ রকম যানজট নিত্যদিনের ঘটনা। বাজারের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’
হোমনা পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বাজারের প্রধান সড়কটি পাকা করা হয়েছে। শিগগির নালা নির্মাণ করে বাজারের পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা এবং শিল্পকলা মোড়ে আরেকটা ফটক নির্মাণ করা হবে। যাতে করে বাজারে দিনের বেলায় কোনো বড় যানবাহন প্রবেশ করতে না পারে। এ ছাড়া ফুটপাতগুলোও দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘বাজারের যানজট নিরসনের ব্যাপারে আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। একটি আধুনিক নগরী গঠনের লক্ষ্যে যানজন নিরসন করা হবে।’

হোমনা উপজেলার হোমনা বাজার প্রধান সড়কের দুই পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়। এতে ট্রাক, কাভার্ড ভ্যান সড়কটিতে প্রবেশ করলেই যানজট লেগে যায়। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখল করে রেখেছেন হকাররা। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কের মাঝ দিয়ে হাঁটছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—সড়কটি সরু। এতে প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত যান চলাচল করে। এই পরিস্থিতিতে হোমনা পুরোনো বাসস্ট্যান্ড থেকে শিল্পকলার মোড় পর্যন্ত যানজট লেগে থাকছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের প্রধান সড়কটি প্রয়োজনের তুলনায় সরু। এরপরও এর অর্ধেক অংশ দখল হয়ে থাকে। মোটরসাইকেলের চালকেরাও যত্রতত্র মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখেন। এ ছাড়া ফুটপাত দখলে থাকায় বাজারে আসা লোকদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।
বাজারের ব্যবসায়ী অসিত লাল পোদ্দার বলেন, ‘হোমনা বাজারে রিকশা, অটোরিকশা, ইজিবাইকের চাপ বেশি। এগুলো পার্কিংয়ের নির্দিষ্ট কোনো স্থান নেই। যেখানে সেখানে যখন তখন যানবাহনগুলো পার্কিং করায় যানজট দেখা
দিচ্ছে। বাজারের পুরোনো বাসস্ট্যান্ড, ফ্রেন্ডস ক্লাবের পূর্ব পাশের সড়ক, জলিল সুপার মার্কেটের সামনে, হাজি নোয়াব আলী মার্কেটের সামনে, খোরশেদ আলম মার্কেটের সামনে, মধুমিতা সেলুনের সামনে ও পোস্ট অফিস মোড়ে সবসময় যানজট লেগে থাকে।’
হোমনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘আমাকে প্রতিদিন বাজার পার হয়ে কলেজে যেতে হয়। আমার বাসা থেকে কলেজে যেতে সর্বোচ্চ আধা ঘণ্টা সময় লাগত। কিন্তু আমি ১ ঘণ্টা আগে বাসা থেকে বের হয়েও যানজটের কারণে কলেজে যেতে দেরি হচ্ছে। আমার মতো অনেক শিক্ষার্থীই সময়মতো কলেজে যেতে পারছে না।’
বাজারের যানজটে নিরসনে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানাচ্ছেন বলে জানা গেছে। এই সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটির একাধিক সভায় আলোচনাও হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘ট্রাফিক পুলিশ আমাদের থানায় নেই। আমরা সীমিত জনবল দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম চালাচ্ছি। থানায় ৩৮ জন কনস্টেবল থাকার কথা থাকলেও আমার এ থানায় আছেন মাত্র ২২ জন।’
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন সুবল বলেন, ‘বাজারে এ রকম যানজট নিত্যদিনের ঘটনা। বাজারের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’
হোমনা পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বাজারের প্রধান সড়কটি পাকা করা হয়েছে। শিগগির নালা নির্মাণ করে বাজারের পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা এবং শিল্পকলা মোড়ে আরেকটা ফটক নির্মাণ করা হবে। যাতে করে বাজারে দিনের বেলায় কোনো বড় যানবাহন প্রবেশ করতে না পারে। এ ছাড়া ফুটপাতগুলোও দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘বাজারের যানজট নিরসনের ব্যাপারে আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। একটি আধুনিক নগরী গঠনের লক্ষ্যে যানজন নিরসন করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫