মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন।
সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নিতে একাধিক নেতা ঢাকা-টাঙ্গাইল সড়কের দেওহাটা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ পর্যন্ত দলীয় নেতাদের ছবিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন। সব মিলিয়ে এবার নিরুত্তাপ-নিষ্প্রাণ এক সম্মেলন হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের। তবে ফেসবুকে চলছে জমজমাট প্রচার।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালে ৬ ডিসেম্বর মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে কেটে যায় আড়াই বছর। মেয়াদ অতিক্রম করায় সম্প্রতি কেন্দ্র থেকে ৩১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এই সম্মেলনের উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।
সভাপতিত্ব করবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করবেন এই খবর প্রচার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কমে গেছে।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন।
সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নিতে একাধিক নেতা ঢাকা-টাঙ্গাইল সড়কের দেওহাটা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ পর্যন্ত দলীয় নেতাদের ছবিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন। সব মিলিয়ে এবার নিরুত্তাপ-নিষ্প্রাণ এক সম্মেলন হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের। তবে ফেসবুকে চলছে জমজমাট প্রচার।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালে ৬ ডিসেম্বর মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে কেটে যায় আড়াই বছর। মেয়াদ অতিক্রম করায় সম্প্রতি কেন্দ্র থেকে ৩১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এই সম্মেলনের উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।
সভাপতিত্ব করবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করবেন এই খবর প্রচার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কমে গেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫