দাকোপ (খুলনা) প্রতিনিধি

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে খুলনার দাকোপে দুটি সরকারি অফিসে ওঠেনি জাতীয় পতাকা। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।
গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
স্থানীয় এক সাংবাদিক বিষয়টি দেখে তাঁর ফেসবুক পেজে ওই দুই ভবনে জাতীয় পতাকা না ওঠানোর ছবিসহ তুলে ধরলে উপজেলাবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মোবাইলে ওই সাংবাদিককে ১০ মিনিটের মধ্যে পোস্টটি সরিয়ে ফেলার কথা বলেন। পোস্টটি না সরানো হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
মহান বিজয় দিবসের গৌরব গাঁথা এই দিনে সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহিত লাল রায় বলেন, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এটাকে সরকারের বিরুদ্ধাচরণ দাবি করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান খান মোবাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কৃষি অফিসে কী পতাকা উত্তোলন হওয়ার কথা? কৃষি অফিস সরকারি ১৭টি হস্তান্তরিত অফিসের একটি।’
এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, ‘বিষয়টি আসলে আমাদের ভুল হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।’
সরকারি দপ্তরে পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রস্তুতিমূলক সভায় সকল সরকারি কর্মকর্তাদের যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দিয়েছিলাম। তারপরেও কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে খুলনার দাকোপে দুটি সরকারি অফিসে ওঠেনি জাতীয় পতাকা। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন।
গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
স্থানীয় এক সাংবাদিক বিষয়টি দেখে তাঁর ফেসবুক পেজে ওই দুই ভবনে জাতীয় পতাকা না ওঠানোর ছবিসহ তুলে ধরলে উপজেলাবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মোবাইলে ওই সাংবাদিককে ১০ মিনিটের মধ্যে পোস্টটি সরিয়ে ফেলার কথা বলেন। পোস্টটি না সরানো হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
মহান বিজয় দিবসের গৌরব গাঁথা এই দিনে সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহিত লাল রায় বলেন, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এটাকে সরকারের বিরুদ্ধাচরণ দাবি করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান খান মোবাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কৃষি অফিসে কী পতাকা উত্তোলন হওয়ার কথা? কৃষি অফিস সরকারি ১৭টি হস্তান্তরিত অফিসের একটি।’
এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, ‘বিষয়টি আসলে আমাদের ভুল হয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।’
সরকারি দপ্তরে পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রস্তুতিমূলক সভায় সকল সরকারি কর্মকর্তাদের যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দিয়েছিলাম। তারপরেও কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫