নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়কপথে ঢাকা থেকে কুষ্টিয়ায় সরকার-নির্ধারিত ভাড়া ৬৯৮ টাকা। এই রুটে চলাচলকারী হানিফ, শ্যামলী, জেআর পরিবহন, এসপি সুপার ডিলাক্স বাসে সাধারণ সময়ে ভাড়া নেওয়া হয় ৫০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে এখন ভাড়া নেওয়া হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। সে হিসাবে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে ২০০-৩০০ টাকা বাড়তি ভাড়া নিচ্ছে বাস কোম্পানিগুলো। শুধু ঢাকা-কুষ্টিয়া নয়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এবারও।
গতকাল সোমবার গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, ঈদের অগ্রিম টিকিটে সোহাগ পরিবহন যশোর পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭৫০ টাকা, যদিও বছরের অন্যান্য সময়ে তারা ভাড়া নেয় ৬৫০ টাকা। অন্যদিকে শ্যামলী ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, এসপি পরিবহন, কে লাইনসহ অন্যান্য বাস ৮৫০ থেকে ৯০০ টাকায় টিকিট বিক্রি করছে।
ঈদের আগের টিকিটের জন্য বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ করে মৃদুল খান নামের এক যাত্রী বলেন, ‘যশোর রুটে ৫৫০ থেকে সর্বোচ্চ ৬৫০ টাকায় টিকিট পাই। কিন্তু ঈদের কারণে টিকিটের দাম এখন ৭৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাইছে বাসগুলো।’
সোহাগ পরিবহনের গাবতলী কাউন্টারের বুকিং সহকারী নয়ন হোসেন বলেন, এখন যারা যাচ্ছে, তাদের জন্য ভাড়া ৬৫০ টাকা। ৩ এপ্রিল থেকে ঈদযাত্রার বাসের টিকিট ৭৫০ টাকা। অন্য সময় কোম্পানি ডিসকাউন্ট দেয়, ঈদের সময় দেয় না।
গাবতলী বাস কাউন্টারের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে বুথ বসিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বুথের ফিল্ড সুপারভাইজার বাবুল হোসেন বলেন, অন্য সময়ে বাসমালিকেরা ছাড় দিলেও ঈদের সময় দেন না। কারণ, ঈদে সবাই লাভের মুখ দেখতে চান।
ঈদ উপলক্ষে এবার বেশির ভাগ বাস অনলাইনে টিকিট ছেড়েছে। সহজ ডটকমের পরিচালক শাকিল জাওয়াদ রাহিম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত উত্তরবঙ্গের ২০ থেকে ৩০ শতাংশ টিকিট অনলাইনে দিয়েছে বাস কোম্পানিগুলো। তবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা ও সিলেট রুটের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। বিক্রিও ভালো চলছে।
ভাড়া কমাল সরকার
জ্বালানি তেলের দাম ২ টাকা ২৫ পয়সা কমার পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৩ পয়সা কমিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাসভাড়া কমানোর এ সুপারিশ করে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি। পরে সেই সুপারিশ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
গতকাল পর্যন্ত আন্তজেলা ও দূরপাল্লার বাসে সরকার-নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। প্রজ্ঞাপনে তা কমিয়ে ২ টাকা ১২ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সার স্থলে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে।

সড়কপথে ঢাকা থেকে কুষ্টিয়ায় সরকার-নির্ধারিত ভাড়া ৬৯৮ টাকা। এই রুটে চলাচলকারী হানিফ, শ্যামলী, জেআর পরিবহন, এসপি সুপার ডিলাক্স বাসে সাধারণ সময়ে ভাড়া নেওয়া হয় ৫০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে এখন ভাড়া নেওয়া হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। সে হিসাবে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে ২০০-৩০০ টাকা বাড়তি ভাড়া নিচ্ছে বাস কোম্পানিগুলো। শুধু ঢাকা-কুষ্টিয়া নয়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এবারও।
গতকাল সোমবার গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, ঈদের অগ্রিম টিকিটে সোহাগ পরিবহন যশোর পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭৫০ টাকা, যদিও বছরের অন্যান্য সময়ে তারা ভাড়া নেয় ৬৫০ টাকা। অন্যদিকে শ্যামলী ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, এসপি পরিবহন, কে লাইনসহ অন্যান্য বাস ৮৫০ থেকে ৯০০ টাকায় টিকিট বিক্রি করছে।
ঈদের আগের টিকিটের জন্য বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ করে মৃদুল খান নামের এক যাত্রী বলেন, ‘যশোর রুটে ৫৫০ থেকে সর্বোচ্চ ৬৫০ টাকায় টিকিট পাই। কিন্তু ঈদের কারণে টিকিটের দাম এখন ৭৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাইছে বাসগুলো।’
সোহাগ পরিবহনের গাবতলী কাউন্টারের বুকিং সহকারী নয়ন হোসেন বলেন, এখন যারা যাচ্ছে, তাদের জন্য ভাড়া ৬৫০ টাকা। ৩ এপ্রিল থেকে ঈদযাত্রার বাসের টিকিট ৭৫০ টাকা। অন্য সময় কোম্পানি ডিসকাউন্ট দেয়, ঈদের সময় দেয় না।
গাবতলী বাস কাউন্টারের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে বুথ বসিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বুথের ফিল্ড সুপারভাইজার বাবুল হোসেন বলেন, অন্য সময়ে বাসমালিকেরা ছাড় দিলেও ঈদের সময় দেন না। কারণ, ঈদে সবাই লাভের মুখ দেখতে চান।
ঈদ উপলক্ষে এবার বেশির ভাগ বাস অনলাইনে টিকিট ছেড়েছে। সহজ ডটকমের পরিচালক শাকিল জাওয়াদ রাহিম আজকের পত্রিকাকে বলেন, সাধারণত উত্তরবঙ্গের ২০ থেকে ৩০ শতাংশ টিকিট অনলাইনে দিয়েছে বাস কোম্পানিগুলো। তবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা ও সিলেট রুটের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। বিক্রিও ভালো চলছে।
ভাড়া কমাল সরকার
জ্বালানি তেলের দাম ২ টাকা ২৫ পয়সা কমার পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৩ পয়সা কমিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাসভাড়া কমানোর এ সুপারিশ করে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি। পরে সেই সুপারিশ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
গতকাল পর্যন্ত আন্তজেলা ও দূরপাল্লার বাসে সরকার-নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। প্রজ্ঞাপনে তা কমিয়ে ২ টাকা ১২ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সার স্থলে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫