
মৌলভীবাজারের কমলগঞ্জের নিম্নাঞ্চলের লাঘাটা নদী পুনঃখননের কাজ শেষ হয়েছে। এতে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেয়েছেন কৃষকেরা। তবে লাঘাটা নদীতে পতিত ছড়া ও খালের মুখে কালভার্ট না থাকায় স্থাপিত পানির পাইপ প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে। এতে নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ ডিসেম্বর নদীখনন শুরু হয়। ২০১৮ সালে লাঘাটা নদী খননের জন্য জরিপ কাজ শেষ হয়। নানা জটিলতায় খনন কাজ দেরিতে শুরু হয়। ১১ দশমিক ৮০০ মিটার ও ১২ দশমিক ৮৩০ মিটার মিলিয়ে ২৪ দশমিক ৬৩০ মিটার পুনঃখনন কাজ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএএসআই অ্যান্ড ইশরাত এন্টারপ্রাইজ জয়েন ভেঞ্চার ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নিম্নাঞ্চল এলাকা এবং পতনঊষার, শমশেরনগর এলাকায় অপর ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নদী পুনঃখনন করে।
এ এলাকার কৃষকেরা জানান, প্রতি বছর ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হন কমলগঞ্জের নিম্নাঞ্চলের শমসেরনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের কৃষকেরা। তাঁরা বোরো, আউশ, আমন, সবজি খেত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এ থেকে উত্তরণের জন্য পানি নিষ্কাশনে লাঘাটা নদী খনন ও সংস্কারের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
এসব এলাকায় কৃষি ও মাছ চাষের মাধ্যমে একাধিক পরিবার জীবিকা নির্বাহ করে। অথচ নদীভাঙন ও পাহাড়ি ঢলে এসব এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে লাঘাটা নদী ভরাট, পলি বালি ও নানা কারণে সংকুচিত হয়ে খালে পরিণত হয়। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতে দীর্ঘ সময় লাগে। এতে জলাবদ্ধতায় ধানি জমি ও সবজি খেত তলিয়ে যায়।
মৌলভীবাজার কৃষক সংগ্রাম সমিতির নেতা রমজান আলী বলেন, ‘আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সভা-সমাবেশ করেছি। লাঘাটায় পুনঃখনন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে ছড়া ও খালের মুখে কালভার্ট স্থাপন না করে অপরিকল্পিতভাবে পাইপ স্থাপন করা হয়েছে। এতে প্রতিটি পাইপ দেবে যাচ্ছে এবং বাঁধের ভাঙন শুরু হয়েছে। এসব স্থানে কালভার্ট স্থাপনের দাবি জানাই।’
এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, গত বছর থেকে সরকারি উদ্যোগে নদীর খনন কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ায় এলাকার মানুষের উপকারে আসবে। তবে পাইপ দেবে যাওয়ার বিষয়টি পরিদর্শন করে পরে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জের নিম্নাঞ্চলের লাঘাটা নদী পুনঃখননের কাজ শেষ হয়েছে। এতে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেয়েছেন কৃষকেরা। তবে লাঘাটা নদীতে পতিত ছড়া ও খালের মুখে কালভার্ট না থাকায় স্থাপিত পানির পাইপ প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে। এতে নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ ডিসেম্বর নদীখনন শুরু হয়। ২০১৮ সালে লাঘাটা নদী খননের জন্য জরিপ কাজ শেষ হয়। নানা জটিলতায় খনন কাজ দেরিতে শুরু হয়। ১১ দশমিক ৮০০ মিটার ও ১২ দশমিক ৮৩০ মিটার মিলিয়ে ২৪ দশমিক ৬৩০ মিটার পুনঃখনন কাজ হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএএসআই অ্যান্ড ইশরাত এন্টারপ্রাইজ জয়েন ভেঞ্চার ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নিম্নাঞ্চল এলাকা এবং পতনঊষার, শমশেরনগর এলাকায় অপর ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নদী পুনঃখনন করে।
এ এলাকার কৃষকেরা জানান, প্রতি বছর ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হন কমলগঞ্জের নিম্নাঞ্চলের শমসেরনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের কৃষকেরা। তাঁরা বোরো, আউশ, আমন, সবজি খেত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এ থেকে উত্তরণের জন্য পানি নিষ্কাশনে লাঘাটা নদী খনন ও সংস্কারের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
এসব এলাকায় কৃষি ও মাছ চাষের মাধ্যমে একাধিক পরিবার জীবিকা নির্বাহ করে। অথচ নদীভাঙন ও পাহাড়ি ঢলে এসব এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে লাঘাটা নদী ভরাট, পলি বালি ও নানা কারণে সংকুচিত হয়ে খালে পরিণত হয়। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতে দীর্ঘ সময় লাগে। এতে জলাবদ্ধতায় ধানি জমি ও সবজি খেত তলিয়ে যায়।
মৌলভীবাজার কৃষক সংগ্রাম সমিতির নেতা রমজান আলী বলেন, ‘আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সভা-সমাবেশ করেছি। লাঘাটায় পুনঃখনন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে ছড়া ও খালের মুখে কালভার্ট স্থাপন না করে অপরিকল্পিতভাবে পাইপ স্থাপন করা হয়েছে। এতে প্রতিটি পাইপ দেবে যাচ্ছে এবং বাঁধের ভাঙন শুরু হয়েছে। এসব স্থানে কালভার্ট স্থাপনের দাবি জানাই।’
এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, গত বছর থেকে সরকারি উদ্যোগে নদীর খনন কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ায় এলাকার মানুষের উপকারে আসবে। তবে পাইপ দেবে যাওয়ার বিষয়টি পরিদর্শন করে পরে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫